Ads by Riad
আমি এখানে আপনাদেরকে আজ দেখাব কি ভাবে কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করবেন ।১.প্রথমে windows key এবং r চাপুন বা run এ গিয়ে cmd লেখুন ।
২.এখন কাল রঙের এক্তা window আসবে ।
৩. এখন লেখুন diskpart তারপর enter চাপুন
৪. তারপর list volume লিখুন এবং enter চাপুন । এখানে আপনার স ব ড্রাইভের লিস্ট আপনাকে দেখাবে ।
৫.এখন আপনি যদি volume D হাইড করতে চান তাহলে লিখুন select volume D। এর অর্থ হল আপনার volume D সিলেক্ট হইছে ।
৬. এখন লিখুন remove letter D । ব্যাস কাজ শেষ আপনি PC restart করুন। দেখেবন আপনার D drive টা নাই । এখন বলি কিভাবে আপনার D ড্রাইভ আবার পাবেন ।
এখন আবার ১,২,৩,৪,৫ পর্যন্ত শব পদক্ষেপ একই ভাবে করুন
। অর্থাৎ Click Start –> Run –> cmd –> Then type diskpart – list volume – select volume E।
তার পর লিখুন assign letter D
ব্যাস কাজ শেষ এখন PC restart করুন । দেখেন আপনার ড্রাইভে পেয়ে গেছেন ।
এত ঝামেলায় না গিয়ে just একটা software দিয়েও এটা করা যায় । কারো লাগলে আমাকে জানাবেন দিয়ে দেব।
আরেকটা বিষয় । এটা কিন্তু তারাই করবেন যারা
CMD mood এ আগে কাজ করেছেন