শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

facebook থেকে ভিডিও ডাউনলোড করুন।

► প্রথমে আপনার মজিলা ফায়ারফক্সের Tools এ চলে যান ওখান থেকে Add-ons এ অথবা Ctrl+Shift+A চেপে (নিচের ছবির মত)।

► ছবির মত Add-ons Manager পেইজের এর চার্জ বক্সে “Downloadhelper” লিখে চার্জ দিন (ছবির 2 নং চিহ্নিত স্থানে)।

► ছবির মত 3 নং চিহ্নিত স্থানে Video DownloadHelper 4.9.12  এটি দেখতে পাবেন, 4 নং চিহ্নিত স্থানে  Install এ ক্লিক করুন ।

► Install এর পর 5 নং চিহ্নিত ছবির মত দেখবেন। তীর চিহ্ন দেয়া স্থানে Restart now লিখাটিতে ক্লিক করুন।

► অতঃপর ছবির 6 নং চিহ্নিত স্থানে আপনার ব্রাউজারে এই আইকনটি দেখবেন।

► এবার আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন তা 7 নং চিহ্নিত স্থানে প্লে বাটনে ক্লিক করুন। 8 নং চিহ্নিত স্থানে দেখবেন আইকনটি যেন প্রাণ ফিরে পেয়ে নরাচরা করছে।

► ছবির মত 9 নং চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ডাউনলোড করুন। এখানে ইচ্ছা মত কনভার্ট করেও ডাউনলোড করতে পারেন।