শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

লগ ইন এবং লগ অফ পেজ এ ফেইসবুক এর নতুন বিজ্ঞাপন — অসাধারণ এক নতুন লুক !!

আপনার ফেইসবুক প্রোফাইল লগ অফ করার পরে লগ অফ পেজ এ কোনো বিজ্ঞাপন এসেছে কিনা জানি না কিন্তু আমি আমার ফেইসবুক পেজ লগ অফ করার পরেই দেখতে পেলাম এক অসাধারণ সুন্দর বিজ্ঞাপন ! অসাধারণ সুন্দর বলছি এই কারণে যে এর আগে ফেইসবুক এর এক ঘেয়ে সেই পেজ দেখতে দেখতে বিরক্ত ছিলাম।হটাত নতুন কিছু দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো !নিচে বিজ্ঞাপন টি
Facebook_Ads
আপনার ফেইসবুক পেজ এ হয়ত আপনিও খুব তারাতারি দেখতে পাবেন এই বিজ্ঞাপন ! আমার বিজ্ঞাপন টি ছিল একটি ভারতীয় কোম্পানি এর ....কোনদিন হয়ত আপনি আপনার ফেইসবুক পেজ লগ অফ করে দেখতে পাবেন গ্রামীন ফোন অথবা বাংলাদেশী কোনো কোম্পানি এর বিজ্ঞাপন ! সে অনুভুতি হবে সত্যি অসাধারণ ! ফেইসবুক এর এই নতুন পদক্ষেপ কে স্বাগত জানায় ।নতুন বছরের আগে সত্যি অসাধারণ চমক দিলে ফেইসবুক !!