মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২

আসুন জেনে নিই কিছু অনলাইন অভিধান সম্পর্কে

কম্পিউটারে কাজ করতে করতে কোন শব্দের বানান বা অর্থ জানার দরকার হলে কাগুজে অভিধান হাতে নিতে বিরক্ত বোধ করেন অনেক। এজন্য কম্পিউটারে দেশী বিদেশী অভিধান রাখেন অনেকই। তবে যাদের সেটা নেই, তাদেরও দু:খ করার কিছু নেই। ইন্টারনেটেই এখন অনেক অভিধান রয়েছে। বিদেশী ইংরেজী থেকে ইংরেজী (English to English) অভিধান ছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে কিছু ইংরেজী-বাংলা (English to Bangla) এবং বাংলা থেকে ইংরেজী (Bangla to English) অভিধান রয়েছে। বাংলা থেকে বাংলা (Bangla to Bangla) অভিধানও অনলাইনে পাওয়া যাচ্ছে। এরকম কয়েকটি সাইট:
বাংলা অভিধান:
http://bn.wikipedia.org/wiki/বাংলা অভিধানএখানে ঠিক শব্দার্থ নেই। তবে বিভিন্ন সময়ে তৈরি বাংলা অভিধানগুলোর একটি কালানুক্রমিক তালিকা আছে।
http://bangladictionary.evergreenbangla.com/বাংলা থেকে বাংলা অভিধান। প্রচুর শব্দ আছে এখানে।
http://www.bangladict.orgবাংলা থেকে ইংরেজী এবং ইংরেজী থেকে বাংলা অভিধান আছে এখানে।
http://www.bengalinux.org/english-to-bengali-dictionary/অঙ্কুর বাংলা অভিধান: কেবল ইংরেজী থেকে বাংলায় শব্দানুসন্ধান করা যায় এখান থেকে।
http://www.dicts.info/dictionary.php?l1=English&l2=Bengaliইংরেজী থেকে বাংলা
http://www.dicts.info/dictionary.php?l1=bengali&l2=englishবাংলা থেকে ইংরেজী
http://dsal.uchicago.edu/dictionaries/বাংলাসহ বিভিন্ন ভাষার অভিধান পাওয়া যাবে এখানে।
http://ovidhan.org বাংলা থেকে বাংলা, ইংরেজী থেকে ইংরেজী, বাংলা থেকে ইংরেজী এবং ইংরেজী থেকে বাংলা অভিধান রয়েছে এখানে
ইংরেজী থেকে ইংরেজী অভিধান:
প্রায় সবগুলো ইংরেজী অভিধানেই ইংরেজী শব্দের উচ্চারণ রয়েছে।
http://www.merriam-webster.com/dictionary/১৫০ বছরেরও বেশি সময় ধরে অভিধানটির প্রিন্ট সংস্করণ বাজারে রয়েছে। এই অনলাইন সংস্করণটিতেও প্রতি মাসে চার কোটির বেশি ভিজিট হয়।
http://dictionary.reference.com/এ অনলাইন অভিধানটিও বেশ জনপ্রিয়। প্রতি মাসে ৫ কোটির বেশি ভিজট হয়। অর্থ ছাড়াও সমার্থক শব্দ, উচ্চারণ ইত্যাদি পাওয়া যাবে এই অভিধানে।
http://www.thefreedictionary.com/সাইটটিতে সাধারণ অভিধান ছাড়াও মেডিকেল, আইনসহ বিভিন্ন বিশেষায়িত অভিধান আছে।
http://dictionary.cambridge.org/এখানে বৃটিশ এবং আমেরিকান দু'ধরনের ভাষারীতির জন্য আলাদা আলাদা অভিধান পাওয়া যাবে এখানে।
http://oxforddictionaries.com/উচ্চারণ ও ব্যাকরণসহ একটি পূর্ণাঙ্গ অভিধান বলা যায় একে।
http://www.yourdictionary.com/---
অভিধানের ফ্রি ডাউনলোড লিংক
বাংলা:
http://www.techtunes.com.bd/bangla-computing/tune-id/2368
http://technospotbd.blogspot.com/2011/12/blog-post_5973.html
ইংরেজী:
http://wordweb.info/free/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------