আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আজকে আমি একটি সাধারন উইন্ডোজ
টিপস নিয়ে লিখছি। আসুন না একটু চেস্টা করে দেখি উইন্ডোস এর যেকোনো ফাইল
টাইপ এর ডিফল্ট আইকন পালটে নিজের মত করে সাজিয়ে নিতে পারি কিনা? তা হলে আর কথা নাবাড়িয়ে শুরু করা জাক।
১। মাই কম্পিউটার ওপেন করুন।মাই কম্পিউটার ওপেন হলে টুলস মেনুবার থেকে ফল্ডার Option সিলেক্ট করুন
২। ফোল্ডার Option Window আসলে File Types tab এ Click করুন।
৩। এবার নিচের Navigation Window থেকে আপনার প্রয়োজনিয় ফাইল্টি সিলেক্ট করুন জেটির আইকন Change করবেন।
৪। সিলেক্ট করা হলে নিচের Change বাটনে Click করুন।
৫। Change বাটনে Click করলে নতুন একটি Window আসবে ।নতুন Window
আসলে Browse বাটনে Click করে আপনার পছন্দ মত আইকন সিলেক্ট করে OK করুন।
৬। ব্যাস এভাবে আপনি আপনার Computer এর জেকোনো টাইপ ফাইল এর ডিফল্ট আইকন পাল্টাতে পারবেন।