উইন্ডোজে ইনষ্টল করা বিভিন্ন হার্ডওয়্যারের ড্রাইভার ( যেমন, প্রিন্টার,
অডিও, গ্রাফিক্স, ল্যান, মডেম ইত্যাদি) যদি ব্যাকআপ করে রাখা যায় তাহলে
পরবর্তিতে উইন্ডোজ ইনষ্টল করার পরে নতুন করে একে একে সবগুলো ড্রাইভার
ইনষ্টল করার ঝামেলা থাকবে না বা সিডি খুজতে হবে না। ফলে ড্রাইভারের কোন
ঝামেলা ছাড়া ভবিষ্যতের জন্য ড্রাইভারগুলো সংরক্ষণ করা যাবে উক্ত নির্দিষ্ট
উইন্ডোজের জন্য। ডাবল ড্রাইভার সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজে ইনষ্টল থাকা
সকল ড্রাইভারের তালিকা দেখা, প্রিন্ট করা, সেভ করা, ব্যাকআপ করা এবং
রিষ্টোর করা যাবে। মাত্র ১.৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি
http://www.boozet.org/dd.htm থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি
ইনষ্টল করার পরে চালু করে স্ক্যান বাটনে ক্লিক করলে চলতি উইন্ডোজে ইনষ্টল
থাকা সকল ড্রাইভারের তালিকা আসবে। এর মধ্যে কম্পিউটারে যুক্ত সকল
হার্ডওয়্যার ড্রাইভারগুলো সংক্ষিপ্ত ভাবে নির্বাচিত থাকবে। আপনি ব্যাকআপের
জন্য বাড়তি ড্রাইভার নির্বাচন করতে পারেন। এখন আপনি ব্যাপআপ বাটনে ক্লিক
করে সহজে নির্দিষ্ট ফোল্ডারে ড্রাইভগুলো ব্যাকআপ করতে পারবেন। পরবর্তীতে
ড্রাইভারগুলো ইনষ্টল করার প্রয়োজন হলে রিষ্টোর বাটনে ক্লিক উক্ত ফোল্ডার
থেকে সবগুলো বা বাছাই করে ইনষ্টল/রিষ্টোর করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------