বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুকের বন্ধুকে ট্যাগ করুন যেকোন শব্দ দিয়ে!

কি টাইটেল দেখে চমকে উঠলেন নাকি? চমকাতেও পারেন, অস্বাভাবিক কিছু না। আমিও চমকিয়ে উঠেছিলাম প্রথম প্রথম। ফেসবুকে কয়েকজন ফ্রেন্ডকে কিছুদের আগে থেকে দেখছিলাম নিজের বা অন্যের নামকে যেকোন শব্দের সাথে ট্যাগ করতে। ব্যাপারটি প্রথমত বুঝতে না পালেও পড়ে মাহবুব হাসান জনি ভাইয়ের মাধ্যমে সহজেই জানতে পারি। তবে, ব্যাপারটি জানার পর মজাই লাগলো। আমার আবার অভ্যাস, ছোট বড় যা কিছুই শিখি বা জানি তা ব্লগ আকারে সবাইকে জানিয়ে দেয়া। সেই ধারাবাহিকতায় আজের পোষ্ট। তো চলুন:
সাপোজ আপনি চাচ্ছেন আপনার বন্ধুর সাথে একটু ফ্যান করতে তো লিখুন, “কি হে শালা, তোকে আজ দেখলাম সুন্দরী মেয়ে নিয়ে ডেটিং করছিস।”  এখন আপনি চাচ্ছেন এই “কি হে শালা” তে আপনার বন্ধুর প্রোফাইলকে ট্যাগ করবেন। তাহলে স্টেপ বা স্টেপ নিচের নিয়ম গুলো অনুসরন করুন:
১. আপনার ফেসবুক একাউন্ট থেকে https://graph.facebook.com/19292868552 ভিসিট করুন। facebook.com/ এর পর যে আইডি নম্বরগুলো আছে সেটি Facebook Platform এর গ্রাফ পাবেন। আপনি 19292868552 জায়গায় আপনার বন্ধুর প্রোফাইল আইড বা তার প্রোফাইলে যদি ইউজারনে নির্বাচন করা থাকে তবে সেটা লিখে দিতে পারেন। যেমন: আমার প্রোফোইল লিংক: https://www.facebook.com/shaon89 এবং প্রোফাইল আইডি https://www.facebook.com/profile.php?id=100000033862031 । যাদের প্রোফাইল লিঙ্ক ইউজার নেম ট্রান্সফার করছেন তারা গ্রাফ থেকেই নিতে পারবেন। নিচের ইমেজটি দেখুন:
২. এবার “@@[0:[paste your code here:0:এখানে যা খুশি লিখুন]]” কোটেশন এর মাঝের “paste your code here” এ আপনার বন্ধুর ফেসবুক আইডি এবং “এখানে যা খুশি লিখুন” এ উপরের “কি হে শালা” শব্দ তিনটি লিখুন। এমনটা হবে: @@[0:[ 100000033862031:0:কি হে শালা]]। তবে হ্যা, আপনার স্টাটাসে শেয়ার দেয়ার আগে আইডি নাম্বারটা পরিবর্তন করতে ভুলবেন না। এবার ষ্টাটাসে শেয়ার করুন।