জিমেইল থেকে বিশ্বব্যাপী এসএমএস পাঠানোর সুবিধা চালু করা হয়েছে। যেকোনো
ব্যবহারকারী তার জিমেইল অ্যাকাউন্ট থেকে বিনা খরচে এ এসএমএস পাঠানোর
সুযোগটি পাচ্ছেন, এটি অনেকটাই কম্পিউটার এবং মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে
চ্যাটিংয়ের মতো। তবে বর্তমানে বাংলাদেশে কেবল সিটিসেল নম্বরে এসএমএস
পাঠানোর সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য দেশে কোন কোন অপারেটরের নম্বরে
এসএমএস পাঠানো যাবে সে তালিকা http://bit.ly/gsmsopl থেকে দেখা যাবে।
সেবাটি ব্যবহার করার জন্য প্রথমে জিমেইলে লগ-ইন করতে হবে। জিমেইলের পাশে
Chat and SMS নামে একটি নতুন মেন্যু যুক্ত হয়েছে, অপশনটির নিচে একটি বক্স
রয়েছে, যেখানে আপনার এসএমএসটি লেখা যাবে। নম্বরের ঘরে কাক্সিক্ষত সিটিসেল
নম্বরটি লিখে Send SMS-এ ক্লিক করুন। নম্বরটি সংরক্ষণের জন্য Contact name :
অপশন আসবে, কার নম্বর সেটি এখানে লিখতে হবে, Saveএ ক্লিক করুন। ডান দিকে
নিচে একটি বক্স আসবে, যেখানে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখে কিবোর্ড থেকে
Enter প্রেস করতে হবে। এবার টেক্সটটি নির্দিষ্ট নম্বরে চলে যাবে। তবে ওই
নম্বরের মালিক আপনার কাছ থেকে এ ধরনের এসএমএস পরে আরো পেতে চান কি না সে
সম্মতি লাগবে। এ জন্য নম্বরের মালিককে প্রথম মেসেজের অবশ্যই কোনো না কোনো
রিপ্লাই দিতে হবে যে নম্বর থেকে এসএমএস যাবে ওই নম্বরটিতে। পরে ওই নম্বরে
যত খুশি এসএমএস পাঠাতে পারবেন। তবে বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৫০টি
এসএমএস করার সুযোগ রয়েছে। আর যেসব নম্বরে তিনি এসএমএস পাঠাবেন সেখান থেকে
কোনো রিপ্লাই পেলে ওই অ্যাকাউন্টে ক্রেডিট যুক্ত হবে, যা দিয়ে আরো পাঁচটি
এসএমএস পাঠানো যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------