বাংলাদেশ বার্তা ডট কম :
সম্প্রতি ইরান তাদের সীমানায় থাকা উপসাগর গুগল ম্যাপসে না দেখানোয় গুগলের
তীব্র সমালোচনা করেছে। দেশটির সরকারের মতে, গুগল ম্যাপস থেকে ওই অংশে কোনো
লেবেল বা নাম মুছে দেয়া অবমাননাকর। খবর ম্যাশএবল-এর। সূত্র জানিয়েছে, ইরান
সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি আরও
বলেছেন, এর মাধ্যমে গুগল মধ্যপ্রাচ্যে বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকি
নিয়েছে। গুগল ম্যাপসে নাম না থাকা জায়গাটিকে পারসিয়ার গালফ বলা হয়। অন্য
ম্যাপগুলোতে এই অংশটিকে বলা হচ্ছে অ্যারাবিয়ান গালফ। সরকারিভাবে এই বিবৃতি
প্রকাশ হওয়ার আগেও অনেক ইরানি নাগরিক এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে
ম্যাশএবল। এর আগে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগেও জায়গাটিতে
পারসিয়ান গালফ লেখা ছিল। এ ব্যাপারে গুগল জানিয়েছে, গুগল ম্যাপস বিশ্বের সব
জায়গার নাম দেখায় না। তবে আরব উপসাগরের মতো বড় ধরনের দ্বিতীয় কোনো স্থান
দেখাতে পারেনি তারা, যার নাম গুগল ম্যাপসে দেয়া হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------