বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুক আরো স্বাছ্যন্দ

ফেসবুক এখন জনপ্রিয়তার শীর্ষে । এমনকি এটি এখন পৃথিবীর ৪র্থ সর্বোচচ কমিউনিটি । ফেসবুকের রেগুলার ভার্সন ছাড়াও আরো অনেক উপায় আছে ফেসবুকিং এর । কয়েকটি আজ শেয়ার করলাম ।

দ্রুত গতির ভার্সনসমূহ

Facebook Lite

ফেসবুক লাইট হচ্ছে ফেসবুকের হালকা ভার্সন । ভারত এবং এর প্রতিবেশীদেশের ব্যবহারকারীরা, যারা ব্যান্ডউইড সমস্যায় ভুগছে তাদের জন্য চালু হয় এই ভার্সনটি । ঘুরে আসুন Facebook Lite

Facebook Touch

এটিও ফেসবুকের হালকা ভার্সন । এটি মূলত টাচ স্ক্রিন আছে এমন ফোনের জন্য তৈরী । পিসি থেকেও ব্যবহার করা যায় এটি ।ঘুরে আসুন Facebook Touch.

Facebook Mobile

এটি ফেসবুকের মোবাইল ভার্সন । এর দ্বারা ফোন বা পিসি থেকে ফেসবুকের সব সুবিধা ব্যবহার করতে পারবে । ঘুরে আসুন Facebook Mobile.

স্ট্যাটাস আপডেটিং টুল

ISeeYoo

এটি একটি ডেস্কটপ এ্যাপ এর দ্বারা ওয়েব পেজ না খুলেই স্ট্যাটাস আপডেট করতে পারবেন । তাছাড়া বন্ধুদের স্ট্যাটাসও দেখতে পাবেন । এটি চালাতে পিসিতে Adobe AIR ইনস্টলড থাকতে হবে ।ডাউনলোড

Notification2

এটিও একটি ডেস্কটপ এ্যাপ । এর দ্বারা ওয়েব পেজ না খুলেই স্ট্যাটাস আপডেট করতে পারবেনই , তাছাড়া messages, events, friend requests, ইত্যাদিও দেখতে পাবেন । Download.

ইমেজ আপলোডিং ও ডাউনলোডিং

Adobe Photo Uploader

এটি ফেসবুক ইমেজ আপলোডার । যেকোন ইমেজ এতে ড্রাগ এন ড্রপ করলেই ফেসবুকে আপলোড হয়ে যাবে । এটি চালাতে পিসিতে Adobe AIR ইনস্টলড থাকতে হবে ।ডাউনলোড

Photo Grabber

এটি ফেসবুক ইমেজ ডাউনলোডিং টুল । আপনি ট্যাগ করা আছেন এমন সব ইমেজ সহজেই নামিয়ে নিতে পারবেন । একে ইমেজগুলোর লোকেশন বলে দিলেই এটি সব ইমেজ নামিয়ে দিবে । ডাউনলোড

আরো কিছু...

Twitter থেকে Facebook এ আপডেট

Twitter থেকে tweet গুলো Facebook এ স্ট্যাটাস আপডেট হিসেবে পেতে চাইলে ব্যবহার করুন Facebook এর এই Twitter এ্যাপটি

Facebook ফটো এ্যালবাম ডাউনলোড

Facebook এর পুরো ফটো এ্যালবাম একবারে নামাতে দেখতে পারেন টিউনার লুৎফর রহমান এর এই টিউনটি
তাছাড়া আরো অনেক ছোট টুল আছে যার দ্বারা ফেসবুকিং আরো সহজে ও স্বাছন্দে করতে পারবেন ।
**সতর্কতা: দ্রুত গতির ভার্সনসমূহ ছাড়া সবগুলোই থার্ড পার্টি টুল । নিজ দায়িত্বে পাসওয়ার্ড প্রদান করুন ।