বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

আসুন, যারা প্রেম করতে পারি নাই, সকলে মিলে মুড়ি খাই!


স্বপ্ন আমার সত্যি হতে চলেছে!
কিছুদিন আগে তাপসী আপুর সাথে ফেসবুক চ্যাটিং এ ক্যাচাল করছিলাম! তাপসী আপুর সাথে ফেবু তেই পরিচয়। আপু অবশ্য আমার বান্ধবীর বান্ধবী।
সেদিন আমাকে প্রেম বিষয়ে কিছু টিপস দিচ্ছিল।

ফেসবুক চ্যাটিং-
আপুঃ তুই ভার্সিটির ৩য় বর্ষ শেষ করতে চলেছিস, এতদিনেও একটা মেয়েকে পটাতে পারলি না?
আমিঃ কি করবো, সবাই তো বুকড, কেউ খালি নেই! কি করবো কিছু একটা বলো।
আপুঃ শোন, যে মেয়েকে তোর খুব ভালো লাগবে, বুকের ভিতর ঘন্টা বেজে উঠবে, যার কষ্ট দেখে তুই কষ্ট পাবি,
যার সুখ দেখে তুই আনন্দ পাবি, তাকেই অফার করে দিবি।
(আপু তো জানে না, সবাইকে দেখেই আমার বুকের ভিতর ঘন্টা বেজে ওঠে!)

আমিঃ কি বলো, যাকে চিনি না, জানি না, তাকে কিভাবে বলবো, “আইলা ভিউ”
আপুঃ ভালোবাসতে হলে চেনা-জানা লাগে না, প্রেম হয়ে গেলে সব জানতে পারবা! ওতো ন্যাকা সাজতে হবে না!
আমিঃ আমার দ্বারা এসব হবে না। কোনো অপরিচিত মেয়েকে আমি বলতে পারবো না।
আপুঃ তাইলে, মুড়ি খা!
আমিঃ মুড়ি তো আমার কাছে নাই, এক বস্তা পাঠিয়ে দাও!
(চ্যাট অফ)


অবশেষে সিদ্ধান্ত নিলাম, প্রেম করার থেকে মুড়ি খাওয়ায় বেটার!

আজ শুনলাম, গ্রামের বাড়ি থেকে মা আমার জন্য মুড়ি আর খেজুরের পাটালি গুড় (দানাদার, শক্ত) পাঠাচ্ছে! শুনেই খুশিতে আটখানা হব কি ষোলখানা হয়ে গেলুম! ভাবছি, বিয়ের আগ পর্যন্ত মুড়ি ই খেয়ে যামু! ওইসব পেরেম-টেরেম কইরা কাম নায়!

আসুন, যারা আমার মত প্রেম করতে পারেন নাই, সকলে মিলে মুড়ি খাই!