সবাইকে সালাম ও শুভেচ্ছা।টিউন করবো বলে ছুটি করেছি সেই দুপুর দু'টার সময়
(স্থানীয় সময়)কিন্তু একাজ ওকাজ সেরে বাসায় ফিরে বসতে বসতে ছয়টা বেজে
গেলো।ভেবেছিলাম আজ আর টিউন করবো না কিন্তু গতকালই ফেবুতে কথা দিয়েছিলাম
টিউন করবো আর তাই উপায় নেই গোলাম হোসেনের
অনেক বক বক করবো না।শুধু কাজের(কিংবা অকাজের) ছোট্ট কয়েকটি সফটওয়্যার শেয়ার করে নীরবে বিদায় নেবো।যারা ভালোবাসেন সফটওয়্যারকে তারা নীচের দিকে অগ্রসর হোন।তেমন কিছু দেবার নেই কিন্তু কথা যে দিয়েছি তাই কিছু তো দিতেই হবে।দেখা যাক কি দেই।
উইন্ডোজ ৮ যখন এসেই গেছে তখন সাথে ম্যানেজার তো দিতেই হবে।অতীতেও দিয়েছি সেভেন,ভিস্তা এবং এক্সপি'র জন্য।এবার এইট এর জন্যেও দিলাম।যারা উইন্ডোজ এইট ব্যবহারকারী তারা নিশ্চয়ই উপকৃত হবেন।আসুন সংক্ষিপ্ত আকারে জেনে নেই কি কি করতে পারবেন এই ম্যানেজার সাহেবকে দিয়ে।
দ্রুততার সাথে ষ্টার্টআপ এবং শুট ডাউন,অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করা কিংবা ডুপ্লিকেট ফাইল ডিলেট করা,ফিক্স রেজিষ্ট্রি,ডিফ্রাগমেন্ট করা,জাঙ্ক ফাইল পরিষ্কার,ডিজেবল সিষ্টেম আপডেট এবং এরোর রিপোর্ট সহ আরো বহুকিছু করতে পারবেন।আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।
যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন মাত্র ৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
ইন্সটল করুন।শেষে যখন সিরিয়াল চাইবে কি'কি'জেন খুলুন এবং প্রথমে patch executable তে ক্লিক করে কনফার্ম হয়ে নিন প্যাচ সাক্সেস হয়েছে কি না।এরপর ইউজার নেম এবং সিরিয়াল নাম্বার কপি করে পেষ্ট করুন।প্রয়োজনে সব ওকে করার আগে আবার প্যাচ রান করুন।
আশা করছি সকলেই সফল হবেন।আমার প্রথমবার কাজ হয়নি।আনইন্সটল করে পরেরবার হয়েছে।সমস্যা আপনার ক্ষেত্রেও করতে পারে।
PROXY SWITCHER PRO (portable)HIDE IP
কত রকমের সফটওয়্যার দিয়ে আইপি হাইড করতে চাইলেন হয়েছে কি?না হয়নি।বাজারে ক্র্যা (ক) করা সেসব সফটওয়্যার ইন্সটল করে ফুলভার্সন করলেও ইন্টারনেটে সার্চ দিলেই আপনার আসল আইপি বের হয়ে যাবে।তাহলে কি আইপি হাইড করার কোন উপায় নেই?আছে।আসুন জেনে নেই কিভাবে।১০০% আইপি হাইড হবে।
প্রথমে আগে ডাউনলোড করে নিন কিবলেন মাত্র ৫ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি কি বলেন?
এরপর সফটওয়্যারটি মাউস দিয়ে টেনে ডেস্কটপে নিন।এবার খুলতে চেষ্টা করুন।এরোর দেখাবে।চেষ্টা করুন ।করতেই থাকুন।হ্যাঁ ৪/৫ বার চেষ্টার পর খুলবে।এবার যে পেজ খুলবে next ক্লিক করুন।এরপর নীচের মত পেজ খুলবে। দেখানো জায়গায় সিলেক্ট করে finish এ ক্লিক করুন।সফটওয়্যারটি লোড হবে এবং বেশ সময় নিয়ে বিভিন্ন দেশের আইপি লোড হবে।
আইপি লোড হবার পরে যে কোন দেশের আপিতে ক্লিক করুন।এবার ব্রাউজারে গিয়ে দেখুন খোলে কি না।যদি না খোলে তবে অন্যদেশের অন্য আইপিতে ক্লিক করুন।এবার যদি ব্রাউজার খোলে তবে সার্চ দিয়ে দেখুন আইপি সত্যি সত্যি হাইড হয়েছে কি না।
আমি বিভিন্নভাবে পরিক্ষা করে দেখেছি আইপি সত্যি সত্যি হাইড হয় কি না।অবিশ্বাস্য হলেও সত্য যে হাইড হয়।সফটওয়্যারটি খোলার পর হেল্প এ গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন কিভাবে কি করতে হবে।আরো যা যা করা যাবে
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন এবং জেনে নিন যা জানার।
ফটোশপের বাবুরা বলতে পারবেন এর ব্যবহার।বোধহয় নাক,মুখ,চোখের সাইজ টেনেটুনে ঠিক করার প্লাগইন।ডাউনলোড করুন নীচে থেকে।মাত্র ১৫ মেগাবাইট।
ইন্সটল করুন।শেষ হলে প্যাচ ফাইলটি /c drive/programs/adobe/pohotoshop/plug-ins/arcsoft/portrit plus/bin এ ঢুকিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন।কাজ শেষ।এবার আপনার ফটোর দোকান খুলে দেখুন কাজ হয়েছে কি না।বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।
আশা করছি ফটোশপ ব্যবহারকারীরা উপকৃত হবেন।আজ এ পর্যন্তই।ভালো থাকবে।অনেক ভালো ||| আল্লাহ হাফেজ |||
অনেক বক বক করবো না।শুধু কাজের(কিংবা অকাজের) ছোট্ট কয়েকটি সফটওয়্যার শেয়ার করে নীরবে বিদায় নেবো।যারা ভালোবাসেন সফটওয়্যারকে তারা নীচের দিকে অগ্রসর হোন।তেমন কিছু দেবার নেই কিন্তু কথা যে দিয়েছি তাই কিছু তো দিতেই হবে।দেখা যাক কি দেই।
YAMICSOFT WINDOWS 8 MANAGER
উইন্ডোজ ৮ যখন এসেই গেছে তখন সাথে ম্যানেজার তো দিতেই হবে।অতীতেও দিয়েছি সেভেন,ভিস্তা এবং এক্সপি'র জন্য।এবার এইট এর জন্যেও দিলাম।যারা উইন্ডোজ এইট ব্যবহারকারী তারা নিশ্চয়ই উপকৃত হবেন।আসুন সংক্ষিপ্ত আকারে জেনে নেই কি কি করতে পারবেন এই ম্যানেজার সাহেবকে দিয়ে।
দ্রুততার সাথে ষ্টার্টআপ এবং শুট ডাউন,অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করা কিংবা ডুপ্লিকেট ফাইল ডিলেট করা,ফিক্স রেজিষ্ট্রি,ডিফ্রাগমেন্ট করা,জাঙ্ক ফাইল পরিষ্কার,ডিজেবল সিষ্টেম আপডেট এবং এরোর রিপোর্ট সহ আরো বহুকিছু করতে পারবেন।আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।
যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন মাত্র ৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি।
ইন্সটল করুন।শেষে যখন সিরিয়াল চাইবে কি'কি'জেন খুলুন এবং প্রথমে patch executable তে ক্লিক করে কনফার্ম হয়ে নিন প্যাচ সাক্সেস হয়েছে কি না।এরপর ইউজার নেম এবং সিরিয়াল নাম্বার কপি করে পেষ্ট করুন।প্রয়োজনে সব ওকে করার আগে আবার প্যাচ রান করুন।
আশা করছি সকলেই সফল হবেন।আমার প্রথমবার কাজ হয়নি।আনইন্সটল করে পরেরবার হয়েছে।সমস্যা আপনার ক্ষেত্রেও করতে পারে।
PROXY SWITCHER PRO (portable)HIDE IP
কত রকমের সফটওয়্যার দিয়ে আইপি হাইড করতে চাইলেন হয়েছে কি?না হয়নি।বাজারে ক্র্যা (ক) করা সেসব সফটওয়্যার ইন্সটল করে ফুলভার্সন করলেও ইন্টারনেটে সার্চ দিলেই আপনার আসল আইপি বের হয়ে যাবে।তাহলে কি আইপি হাইড করার কোন উপায় নেই?আছে।আসুন জেনে নেই কিভাবে।১০০% আইপি হাইড হবে।
প্রথমে আগে ডাউনলোড করে নিন কিবলেন মাত্র ৫ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি কি বলেন?
এরপর সফটওয়্যারটি মাউস দিয়ে টেনে ডেস্কটপে নিন।এবার খুলতে চেষ্টা করুন।এরোর দেখাবে।চেষ্টা করুন ।করতেই থাকুন।হ্যাঁ ৪/৫ বার চেষ্টার পর খুলবে।এবার যে পেজ খুলবে next ক্লিক করুন।এরপর নীচের মত পেজ খুলবে। দেখানো জায়গায় সিলেক্ট করে finish এ ক্লিক করুন।সফটওয়্যারটি লোড হবে এবং বেশ সময় নিয়ে বিভিন্ন দেশের আইপি লোড হবে।
আইপি লোড হবার পরে যে কোন দেশের আপিতে ক্লিক করুন।এবার ব্রাউজারে গিয়ে দেখুন খোলে কি না।যদি না খোলে তবে অন্যদেশের অন্য আইপিতে ক্লিক করুন।এবার যদি ব্রাউজার খোলে তবে সার্চ দিয়ে দেখুন আইপি সত্যি সত্যি হাইড হয়েছে কি না।
আমি বিভিন্নভাবে পরিক্ষা করে দেখেছি আইপি সত্যি সত্যি হাইড হয় কি না।অবিশ্বাস্য হলেও সত্য যে হাইড হয়।সফটওয়্যারটি খোলার পর হেল্প এ গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন কিভাবে কি করতে হবে।আরো যা যা করা যাবে
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন এবং জেনে নিন যা জানার।
PORTRIT PLUS (photoshop plusin)
ফটোশপের বাবুরা বলতে পারবেন এর ব্যবহার।বোধহয় নাক,মুখ,চোখের সাইজ টেনেটুনে ঠিক করার প্লাগইন।ডাউনলোড করুন নীচে থেকে।মাত্র ১৫ মেগাবাইট।
ইন্সটল করুন।শেষ হলে প্যাচ ফাইলটি /c drive/programs/adobe/pohotoshop/plug-ins/arcsoft/portrit plus/bin এ ঢুকিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন।কাজ শেষ।এবার আপনার ফটোর দোকান খুলে দেখুন কাজ হয়েছে কি না।বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।
আশা করছি ফটোশপ ব্যবহারকারীরা উপকৃত হবেন।আজ এ পর্যন্তই।ভালো থাকবে।অনেক ভালো ||| আল্লাহ হাফেজ |||