অনেক সময় অস্থায়ী ইমেইল ঠিকানার প্রয়োজন হয়। বিশেষ করে কোথাও রেজিষ্ট্রেশন
বা ভোট করতে যদি ইমেইলে কনফরমেশন বা এ্যাকটিভিশন মেইলের প্রয়োজন হয়। অনেক
সময় নিজের একাধিক মেইল লগইন করে এধরনের কাজ করা বেশ ঝামেলার। এছাড়াও
নিরাপত্তার কারণে কিছূ সাইটে নিজের মেইল ঠিকানা ব্যবহার করা যায় না।
আজ আপনাদের এমন একটি অস্থায়ী মেইল সেবাদানকারী সাইটের কথা বলবো ।
সাইটটিতে মেইল চেক করতে যেমন সাইন-আপ করতে হবে না তেমনই মেইল চেক করতেও
লগইন করতে হবে না।