মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

প্রসঙ্গঃ মেরী ক্রিসমাস

আসসালামু আলাইকুম,
আজকে একটি গুরুতবপুর্ণ বিষয় আপনাদের অবগতির জন্য উপস্থাপন করলাম। আশা করি সবাই সচেতন হবেন।

"ধর্ম যার যার, উৎসব সবার" - এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। একজন মুসলিম যদি ক্রিসমাসের শুভেচ্ছা বিনিময় করে কোন খ্রিষ্টানকে "মেরী ক্রিসমাস" বলে তার মানে সে একথা মেনে নিল যে ঈসা (আঃ) বা যীশু বা জিসাস আল্লাহর পুত্র (নাউযুবিল্লাহ) যা কিনা "শিরক"। আর আল্লাহ্‌ পবিত্র কুরআনে স্পষ্টভাবেই বলেছেন যে তিনি শিরকের গুনাহ মাফ করবেন না,

নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল। [সূরা আন-নিসাঃ ৪৮]

একজন মুসলিম কি তাহলে তার খ্রীষ্টান সহপাঠী/প্রতিবেশীর ভালো চাইবেনা? নিশ্চয়ই চাইবে। ভাল চাওয়ার প্রথম কাজটাই হবে তাকে আল্লাহর একত্ববাদ বোঝানো, তাকে সে দিকে আহবান জানানো। আল্লাহ্‌ তা'আলা আমাদের সকল প্রকার কুফর-শিরক-বিদ'আত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমীন।
 
নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন।