সোমবার, ৬ মে, ২০১৩

বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই

বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। বিশেষ করে কালকের ঘটনা নিয়ে। আমাদের দেশের নতুন মুসলিম ঐক্য জোট জার নাম “হেফাজাত-ই-ইসলাম” যারা কিনা এ দেশের একমাত্র জোট যারা “আল্লাহ্‌” কে ভালোবাসে এবং “রাসুল (সঃ)” কে ভালোবাসে। তারা গতকাল ইসলাম কে হেফাজাত করার জন্য
সমাবেশ করে এবং ব্যাপক ভাবে তাদের ইসলাম প্রেম দেখায়। তাদের কে বলতে চাই যে, যে ইসলাম ধর্ম এই পুরো পৃথিবী টাকে, পৃথিবীর সব প্রাণী, উদ্ভিদ, সব কিছুকে হেফাজাত করে রেখেছে সেই ধর্ম কে আপনারা হেফাজাত করতে চাচ্ছেন???
আচ্ছা মানলাম যে আপনারা ইসলাম কে ভালবাসেন তাই হেফাজাত করতে চাচ্ছেন কিন্তু ইসলাম কে কি “কুরআন শরীফ” আগুনে পুরিয়ে হেফাজাত করা যায়??????????????
দিনরাত শাপলা চত্বর এ বসে “আল্লাহ্‌” র নাম নিলেন ভাল কথা। নামায কয় ওয়াক্ত পরছেন??????? আযান এর সময় ও ককটেল ফুটাইছেন । আপনারা আমাদের থেকে ভাল ইসলাম বুঝেন তাই হয়তবা সঠিক ভাবেই কাজ করছেন । কিন্তু একটা কথা বলে শেষ করতে চাই--- কু**বা**আ ইসলাম কি তর একার ধর্ম আর আমরা কি নাস্তিক?
মা***দ তুই কোন সাহসে “কুরআন শরীফ” এ আগুন লাগাস???? শালা এই তর ধর্ম প্রেম । নিকুচি করি তোর দাড়ির আর টুপির । এর কোন মূল্য নাই আমার কাছে।
মুখ দিয়ে বলিস ইসলাম কে ভালবাসিস আর হাত দিয়ে পুরাস “কুরআন শারিফ” ধিক্কার তোদের শত শত ধিক্কার। তোরা আর যা হইস অন্তত মুসলমান না ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------