মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

হ্যাকারদের দখলে সোয়া কোটি অ্যাপল আইডি

সূত্র: ইয়াহু, লিংকডইন এবং টুইটারের পর সর্বশেষ হ্যাকারদের আক্রমণের শিকার অ্যাপল ব্যবহারকারীরা। হ্যাকারদের সংগঠন অ্যান্টিসেকের দাবি, একজন এফবিআই এজেন্টের ল্যাপটপ হ্যাক করে ১.২৪ কোটি অ্যাপল ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার (ইউডিআইডি) চুরি করতে সক্ষম হয় তারা।
হ্যাকারদের দখলে সোয়া কোটি অ্যাপল আইডি
হ্যাকারদের দখলে সোয়া কোটি অ্যাপল আইডি
দাবির সত্যতা নিশ্চিত করতে ১ লাখ  ইউডিআইড ফাঁস করেছে অ্যান্টিসেক। তবে নিজেদের কোনো এজেন্টের ল্যাপটপ চুরির কথা অস্বীকার করেছে এফবিআই। খবর রয়টার্স-এর।

ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার বা ইউডিআইডি হচ্ছে একগুচ্ছ সংখ্যা এবং অক্ষরের সমন্বয়ে তৈরি এক ধরনের কোড নাম্বার, যা ব্যবহার করে আইফোন বা অ্যাইপ্যাডের মতো অ্যাপলের পণ্যগুলোকে চিহ্নিত করা যায়। অ্যান্টিসেকের দাবি, ব্যবহারকারীদের অজান্তেই মার্কিন সরকার যে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে, সেদিকে আলোকপাত করতেই এ কাজটি করেছে তারা।
সাম্প্রতিক সময়ে মার্কিন এবং ইউরোপিয় সরকারগুলোর জন্য মূর্তিমান বিভীষিকা হিসেবে আবির্ভাব হওয়া হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত অ্যান্টিসেক। অ্যান্টিসেক জানিয়েছে, এফবিআই এজেন্ট ক্রিস্টোফার স্ট্যাঙ্গল-এর ব্যক্তিগত কম্পিউটারের জাভা সফটওয়্যারের ক্রুটি ব্যবহার করে তার নোটবুকটি হ্যাক করতে সমর্থ হয় হ্যাকাররা। স্ট্যাঙ্গেলের নোটবুকে ১.২৪ কেটি অ্যাপল ব্যবহারকারীর ইউডিআইডি এবং ব্যক্তিগত তথ্য আবিষ্কার করে অ্যান্টিসেক। এর মধ্যে ১ লাখ ১ জন অ্যাপল ব্যবহারকারীর ইউডিআইডি ইন্টারনেটে ফাঁস করে দেয় অ্যান্টিসেক। তবে ওই অ্যাপল ব্যবহারকারীদের নাম এবং ফোন নাম্বারের মতো ব্যক্তিগত তথ্য ফাঁস করা থেকে বিরত ছিলো হ্যাকার সংগঠনটি।
ল্যাপটপ হ্যাক হবার ব্যাপারে কোনো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি এফবিআই এজেন্ট স্ট্যাঙ্গেল। তবে এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো এফবিআই এজেন্টের ল্যাপটপ হ্যাক হবার কথা অস্বীকার করেছে মার্কিন সরকারের এই তদন্ত সংস্থাটি।
এই ঘটনার পর অ্যাপল ব্যবহারকারীদের জন্য ‘দি নেক্সট ওয়েব’ বানিয়েছে বিশেষ ওয়েব টুল। ওই ওয়েবটুলটি ব্যবহার করে অ্যান্টিসেকের ফাঁস করা তথ্যের তালিকায় নিজের ইউডিআইডি আছে কিনা, তা দেখে নিতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা।