মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

হ্যাকারের হাত থেকে রক্ষা করুন এবং নেট স্পীড বাড়িয়ে নিন



আপনারা সকলে কেমন আছেন । নিস্চয় ভাল আছেন ।
আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি । কোন কোন সময় দেখা যায় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেট স্পীড পাচ্ছেন না । তখন আমরা সাধারনত নেট অপারেটরকে দায়ী করি। কিন্তু আপনি জানেন কী কোন কোন সময় ব্রাউজারের ওপর ভিত্তি আপনার নেট স্পীড কম বেশী হয় । আবার কোন কোন সময় দেখা যায় কারও কারও বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্ট ই-মেইল ইত্যাদি হ্যাকাররা হ্যাক করেছে । এই একাউন্ট হ্যাক হওয়ার মূল কারণ আপনার ব্রাউজার । ব্রাউজারের ওপর ভিত্তি করে হ্যাকাররা আপনার বিভিন্ন সাইটের মূ্ল্যবান একাউন্ট হ্যাক করতে পারে ।
সব ব্রাউজার যে একই রকম তা মনে করবেন না । ব্রাউজারের মধ্যেও বিভিন্ন ধরনের ভাগ আছে । যা ব্যবহার করলে আপনি নেট স্পীডও ভাল পাবেন এবং হ্যাকারদের হাত থেকেও রক্ষা পাবেন ।
আজ আমি আপনাদের এরকমই একটি ব্রাউজার উপহার দেব । যেটির মাধ্যমে আপনি নেট স্পীডও ভাল পাবেন এবং তার সাথে হ্যাকারদের হাত থেকে ৯৯% সুরক্ষিত থাকবেন । আমি এই ব্রাউজারের বেশী বিবরণ লিখব না । আপনারা এটি ব্যবহার করে এর গুন বুঝে নিন । আশা করি ব্রাউজারটি আপনাদের ভাল লাগবে ।
ব্রাউজারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।