বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

মজিলার কীলগার এডঅন্স দিয়া হ্যাকিং করি

একসময় আমি কীলগার নিয়ে টিউন করেছিলাম। তার যে ঝাজ তার ফলে এখনো ওই টিউনের জন্য আমাকে চার-পাঁচটি মেইলের উত্তর দিতে হয় প্রতিদিন। কিন্ত কীলগার সফটের কিছু সীমাবদ্ধতা আছে যেমন ভালো মানের সফট ফ্রিতে পাওয়া যায় না, অনেকেই প্রোগ্রাম লিস্ট থেকে তা খুজে বের করে ফেলে আর যদি ঘোস্ট কী লগার হয় তাও দেখা যায় শক্তিশালি এন্টিভাইরাস দ্বারা ডিটেক্ট হয়। তাই এর ফাদে কাওকে ফেলা দুস্কর। আর তাছাড়া কীলগার কিন্তু মূলত ভালো কাজেই লাগে। যেমনঃ
  • কি লেখা হয়েছে তার সকল রেকর্ড থাকে। আমাদের দেশের লোড শেডিং এর প্রেক্ষাপটে এর বিকল্প নাই, লোড শেডিং বা ইন্টারনেট সমস্যা যাই হোক ডাটা থাকবে নিরাপদ। 
  • আর যারা বিভিন্ন সাইটে হরেক পাসওয়ার্ড ব্যাবহার করেন কিন্তু একটু ভুলু মন তাদেরতো সোনায় সোহাগা করে দিতে পারে এসব সফট। 

মজারু মজাক

সে যাই হোক কীলগার সফটের কতিপয় সমস্যার সমাধান করার চাইতে মজিলার কী লগার এডঅন্সটাই ব্যাবহার করা ভালো মনে হল। এতটাই ভাল যে কেউ তা ধরতেও পারছে না যে কাহিনী কি। বন্ধুদের সামনে ল্যাপটপ নিয়ে গেলেই তারা একটু ফেসবুক বা মেইল নাড়াচাড়া করতে চাইছে আর তখনই নিজের অজান্তেই তারা তাদের পাসওয়ার্ডটি আমাকে জানিয়ে দিচ্ছে।  আর চমকে যাচ্ছে তখন যখন আমি কিছুদিন পর তাদের পাসওয়ার্ডটি জানিয়ে দিচ্ছি কিন্তু সে সময় তারা মাথা চুলকালেও প্রকৃত রহস্য যে একটি এডঅন্স তা বের করতে পারছে না।  ভাবুন তো অন্য কারো হাতে পড়লে কি অবস্থাটাই না হত।

এইবার তাইলে লাইনে আসি

যাক সে কথা ধান ভানতে আইসা তো শীবের গীত তো আর কম গাইলাম না এবার আসল কথা আসি। এখানে ক্লিক করে বক্স চেক করে এডটু ফায়ার ফক্স এ ক্লিক করে ইনস্টল করুন। তারপর যথারীতি সেই ফায়ার ফক্স রিস্টার্ট।
untitled
এবার দেখুন চিন্হিত এডঅন্স টাই হল কীলগার এডঅন্স। :D অন্যান্য এডঅন্সের ভীড়ে এটা বোঝাই মুসকিল আর এটাই হল এই এডঅন্সের সব চেয়ে বড় সুবিধা সফটের তুলনায়। ;) এর উপর ক্লিক করেই এটাকে অন ও অফ করা যাবে। কিছুক্ষণ কাজকরেই দেখুন।
untitled1
তারপর টুলস থেকে এডঅন্সে যান কীলগার এড অন্সের অপশনে দেখুন ওয়েব,ইমেইল, পাসওয়ার্ড, লেখা সহ সব ডাটা জমা হয় আছে।