যদি কয়েকজন নির্দিষ্ট বন্ধু ছাড়া বাকি সবাই দেখতে পারবে—এমন সেটিংস করতে চান, তাহলে ‘হাইড দিজ ফ্রম’ বক্সে তাঁদের নাম লিখে ‘সেভ সেটিংস’-এ ক্লিক করুন। এভাবে নিচের বাকি সব কটি ঠিক করতে পারবেন। প্রোফাইল ফটো বা ছবির অ্যালবাম কে বা কারা দেখবে, সেটা ঠিক করার জন্য কাস্টমাইজ সেটিংসে যান। এখন আপনার ছবির অ্যালবামের সেটিংস কাস্টমাইজ করার জন্য ওই পেজের মাঝখানে ‘এডিট অ্যালবাম প্রাইভেসি’তে ক্লিক করুন।
এখন যে অ্যালবামটির কাস্টমাইজ সেটিংস তৈরি করতে চান, সেই অ্যালবামটির নামের নিচের বাটনে ক্লিক করে কাস্টমাইজ নির্বাচন করুন। এখন ‘মেক দিজ ভিজিবল টু’ বক্সে ক্লিক করে ‘স্পেসিফিক পিপল’ নির্বাচন করে যাঁদের সঙ্গে অ্যালবামটি শেয়ার করতে চান, তাঁদের নাম লিখে সেভ সেটিংসে ক্লিক করুন। যদি কিছু নির্দিষ্ট বন্ধু ছাড়া বাকি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ‘হাইড দিজ ফ্রম’ বক্সে তাঁদের নাম লিখে সেভ সেটিংয়ে ক্লিক করুন।
আপনাকে ট্যাগ করা ছবি বা ভিডিওটি আপনি ছাড়া আর কেউ দেখবে না। এমন কিছু করতে চাইলে কাস্টমাইজ সেটিংসে পেজের মাঝখানে ‘ফটোজ অ্যান্ড ভিডিওজ ইউ আর ট্যাগড ইনে’র ডান পাশে এডিট সেটিংসে ক্লিক করে ‘হু কেন সি ফটোজ অ্যান্ড ভিডিওজ আই এম ট্যাগড ইনে’র ডান পাশে ক্লিক করে কাস্টমাইজ নির্বাচন করে ‘মেক দিজ ভিজিবল টু’ বক্সে ক্লিক করে ‘অনলি মি’ নির্বাচন করে ‘সেভ সেটিং’-এ ক্লিক করুন। আর যাঁরা আপনার বন্ধু নয়, তাঁদের কাছে আপনার ফেসবুক প্রোফাইলটি দেখতে কেমন দেখায়, সেটি দেখতে চাইলে সবার ওপরে ডান পাশে ‘প্রিভিউ মাই প্রোফাইলে’ ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------