সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

টাস্কবারে নিজের নাম

টাস্কবারের ডান পাশে যে ঘড়ি থাকে তার পাশে AM (Anti Meridian ) বা PM (Post Meridian) লেখা থাকে। ইচ্ছে করলে AM বা PM এর আগে বা পরে নিজের নাম অথবা কোম্পানীর নাম দেয়া যায় ফলে এটি দেখতেও সুন্দর লাগবে। আসুন দেখা যাক সেটি কিভাবে করব।
প্রথমে Control Panel এ যান> Regional and Language Option এ ক্লিক করুন
undefined
English (United States) এর পাশে Customize button এ ক্লিক করুন>
undefined
নতুন যে ডায়ালগ বক্সটি খুলবে তার Time ট্যাব এ ক্লিক করুন
AM Symbol এর পাশে আপনার নাম লিখুন আগে বা পরে AM রাখুন
PM Symbol এর পাশে আপনার নাম লিখুন আগে বা পরে PM রাখুন।
Apply>OK দিয়ে বের হয়ে আসুন ব্যস হয়ে গেল টাস্কবারে আপনার নাম।