ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠায়
কয়েকটি ফেইসবুক পেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
দিয়েছে আদালত। এক রিট আবেদনে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি
মুহাম্মদ খুরশীদ আলম সরকার আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের
মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে
(বিটিআরসি) এই আদেশ বাস্তবায়ন করতে হবে। আদালত একইসঙ্গে এই পেইজ ও ওয়েবসাইট
সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত শুরুর নির্দেশও দিয়েছে। আদেশের পর রিট
আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এই সব ফেইসবুক
পেইজ এবং ওয়েবসাইটে হজরত মুহাম্মদ (স.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করা
হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
সেই বিশ্বাসই যদি জানার মাধ্যম হয়
ধর্মবিশ্বাসী তবে শিক্ষিত নয়
যদিও সে বড়ো ডিগ্রীধারী হয়-------