সোমবার, ৬ মে, ২০১৩

কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করুন !

Ads by Riad
AjkerDeal.com | Surprise. Everyday
আমি এখানে আপনাদেরকে আজ দেখাব কি ভাবে কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করবেন ।
১.প্রথমে windows key এবং r চাপুন বা run এ গিয়ে cmd লেখুন ।

২.এখন কাল রঙের এক্তা window আসবে ।

৩.  এখন লেখুন diskpart তারপর enter চাপুন

৪. তারপর list volume লিখুন এবং enter চাপুন । এখানে আপনার স ব ড্রাইভের লিস্ট আপনাকে দেখাবে ।

৫.এখন আপনি যদি volume D হাইড করতে চান তাহলে লিখুন select volume D। এর অর্থ হল আপনার volume D সিলেক্ট হইছে ।

৬. এখন লিখুন remove letter D । ব্যাস কাজ শেষ আপনি PC restart করুন। দেখেবন আপনার D drive টা নাই । এখন বলি কিভাবে আপনার D ড্রাইভ আবার পাবেন ।
এখন আবার ১,২,৩,৪,৫ পর্যন্ত শব পদক্ষেপ একই ভাবে করুন
। অর্থাৎ Click Start –> Run –> cmd –> Then type diskpart – list volume – select volume E।
তার পর লিখুন assign letter D

ব্যাস কাজ শেষ এখন PC restart করুন । দেখেন আপনার ড্রাইভে পেয়ে গেছেন ।
এত ঝামেলায় না গিয়ে just একটা software দিয়েও এটা করা যায় । কারো লাগলে আমাকে জানাবেন দিয়ে দেব।
আরেকটা বিষয় । এটা কিন্তু তারাই করবেন যারা
CMD mood এ আগে কাজ করেছেন

ডাটা রিকভারি টুল ফ্রি ডাউনলোড করে নিন

USB Drive Data Recovery 4.0 সম্পর্কে আলোচনা করব। USB Drive Data Recovery বলতে সাধারণত Pen Drive Data Recovery বোঝানো হয়ে থাকে। 
usb data recovery
এর মাধ্যমে আপনার pendrive এর ডাটা রিকভারি করতে পারবেন। আপনি যদি ভুল করে আপনার pendrive ফরমেট করে ফেলেন অথবা ডিলিট করে ফেলেন তাহলে কোনো সমস্যাই না। কারণ আপনি অতি সহজে এই softwere এর মাধ্যমে আপনি আপনার হারানো ডাটা ফিরে পেতে পারবেন।
Pen Drive Data Recovery softwere এর মাধ্যমে আপনি আপনার হারানো যেকোনো ফাইল ফিরে পেতে পারেন যেমন:-অডিও, ভিডিও, বাক্তিগত ফাইলস ইত্যাদি এটি আপনার সবরকম ফাইল ফিরিয়ে দিতে সক্ষম এই softwere আপনার কোনো damage ফাইল অথবা ভাইরাসএ আক্রান্ত ফাইলও রিকভার করতে পারে। এই softwere এর মাধ্যমে আপনারা যে যে ফাইল রিকভার করতে পারবেন তা হলো –
১)crashed usb flash,
২) memory stick,
৩)dongle,
৪)external usb hard drive,
৫)jump drive and
৬)other removable drive
USB Drive Data Recovery software সব ধরনের removabale ডিভাইস সাপোর্ট করে যেমন:-
১)memory card,
২)SD card,
৩)multimedia card,
৪)microSD card,
৫)compact flash,
৬)smart drive,
৭)micro drive,
৮)media flash card memory ,
এত ভালো একটি softwere কিন্তু এটি মাত্র 1.45mb এটি আপনারা এইখানথেকে ডাউনলোড করে নিতে পারবেন-

এই softwere টি ব্যবহার করা অনেক সহজ তাই এর ব্যবহার সম্পর্কে লিখলাম না।

সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়



সাভার ট্র্যাজেডির শিকারে মানুষের লাশের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। শত শত লাশের সারিতে আরও লাশ এখনো সারি বাঁধার অপেক্ষায় আছে। কিন্তু ইতিমধ্যেই এই লাশের সারি কমানোর কাজে নিয়োজিত অনেকের সাথে যিনি ছিলেন, সেই মহান উদ্ধারকর্মী ইজাজুদ্দিন কায়কোবাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। শোকে মুহ্যমান জাতিকে আরও শোকার্ত করে দিয়ে নিবেদিত এই প্রাণ আমাদের মাঝে থেকে চলে গেলেন না ফেরার দেশে। আল্লাহই সর্বোচ্চ বিচারক। আশা করছি তার বিচারেও মানবতার তরে জীবন উৎসর্গ করে দেয়া এই বীর বাঙালীকে তিনি বেহেশত নসীব করবেন। আমিন। তাকে প্রাপ্য সম্মান দিতে যদি কেউ কার্পণ্য করে, তাদের আগে থেকেই আমি নিন্দা আর ধিক্কার জানিয়ে রাখলাম।

সাভার ট্র্যাজেডি আমাদের মাঝে অনেকদিন পরে হলেও মানবতাববোধকে কিছুটা জাগিয়ে তুলেছে। অনেকেই যেভাবে পারছেন ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া পঙ্গু বিকলাঙ্গ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করছেন তাদের পুনর্বাসিত করার লক্ষ্যে। চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা। তবে এই পানি আনন্দের। এই পানি সুখের। এই পানি ভালোবাসার। এই পানি মানবতার। এই পানি মনুষ্যত্বের। যারা এই কাজে নিজেদের উজাড় করে বিলিয়ে দিচ্ছেন তাদের সবাইকে আমার স্যালুট।

আলো ব্লগও এই কর্মকাণ্ডে সক্রিয়ভাবে তাদের ভুকিকা রাখছেন। যা আমার ব্লগিংকে প্রাণ দিয়েছে। কিন্তু কিছুটা মর্মাহতও হয়েছি আমাদের মধ্যে ঐক্যের অভাব দেখে। কেন আমরা একই ব্লগের ব্লগার হওয়া সত্ত্বেও একত্রে মানবতার এই কাজটা করতে পারছি না তা আমার বোধগম্য নয়। আমি জানি যারা এই কাজে নিয়োজিত তাদের সবারই উদ্দেশ্য এক ও অভিন্ন। কিন্তু একই কাজ যখন বিচ্ছিন্নভাবে করা হয় আর তা থেকে যতটা সুফল পাওয়া যায়, সেই একই কাজ যদি সম্মিলিতভাবে করা হয় তা থেকে মনে হয় সুফলটা বেশী পাওয়া যায়। এটা আমি বিশ্বাস করি। আপনারা কি করেন সেই প্রশ্নের উত্তর আপনারা দিলেই ভালো হয়। যুগ যুগ ধরে প্রচলিত এবং পরীক্ষিত দুটো প্রবাদ আছে। একটা হল, ‘একতাই বল’। আর অন্যটা হচ্ছে, ‘দশে মিলে করি কাজ হাড়ি জিতি নাহি লাজ’। আমাদের কর্মকাণ্ড এই প্রবাদ দুটোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ঐক্যের ব্যাপারে কার ভুমিকা অগ্রণ্য ছিল সেই প্রশ্নের উত্তর কষ্ট করে আপনারা দেয়ার চেষ্টা করবেন।

সমুদ্রে পৃষ্ঠে নিম্নচাপ সৃষ্টি হয়ে তা জলোচ্ছ্বাসে পরিণত হয়। কখনো তা সিডর নামে আঘাত হানে, কখনো নীলম নামে আবার কখনো সুনামি হয়ে। অঞ্চলভেদে এর আরও অনেক নাম আছে টাইকুন, হারিকেন ইত্যাদি। উপকূলবর্তী মানুষগুলো তখন খুব অসহায় থাকে। এর এই অসহায় মানুষগুলোর জান মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব গিয়ে প্রত্যক্ষভাবে বর্তায় ক্ষমতাসীন দলের ওপর যার সাথে প্রথম সারিতে থাকতে হয় আমাদের আবহাওয়া অধিদপ্তরকে। কারণ তারাই জলোচ্ছ্বাসের গতিবিধি পরীক্ষা করে সতর্কবাণী দিয়ে জনগণকে নিরাপদ দূরত্বে রাখার কাজটি করে থাকেন। তাদের যেকোনো ভুল সংকেতে অনেকের জীবননাশ ঘটাতে পারে। মালের হিসাব তখন গৌণ হয়ে পরে। আমাদের এই ব্লগেও সেই রূপ একটা নিম্নচাপ অনুভুত হচ্ছে সাভার ট্র্যাজেডির পর থেকে। কয়জন তা আন্দাজ করতে পেড়েছেন জানি না। তবে আমি পারছি। এই অবস্থায় আমাদের ব্লগের আবহাওয়াবিদরা কি করছেন জানি না। কারণ আমরা যারা ব্লগিং করছি তারা কোন ধরণের সংকেত এখনো পাই নাই। তাই ব্লগিং করেই যাচ্ছি। কিন্তু যদি সত্যি সত্যিই নিম্নচাপটা আঘাত হানে তখন কয়জন ব্লগার এই ব্লগিয় জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যাবেন কে জানে। আমার ব্যাপারটাও জানি না। ঝোপ বুঝে কোপ মারা নাকি উচিৎ। সেই উচিৎ কাজটি আমিও হয়তো করতে পারি। তবে সময়েই বলে দিবে কি করতে যাচ্ছি।

সমুদ্রপৃষ্ঠের নিম্নচাপ নিয়ন্ত্রণে আমাদের কারো হাত নাই। এটা প্রাকৃতিক নিয়মেই পরিচালিত হয়। প্রকৃতি তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে আমাদের শিক্ষা দিয়ে থাকেন। আশার কথা হচ্ছে আমাদের ব্লগের নিম্নচাপ নিয়ন্ত্রণে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত আছে। কারো আছে একেবারে সরাসরি। যেটাকে বলে সুপ্রিম পাওয়ার। এখনো ব্লগের নিম্নচাপটা ইচ্ছা করলে সুপ্রিম পাওয়ার খাটিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি স্বদিচ্ছা থাকে সংশ্লিষ্টদের। বেশী দেরি হলে তা আর সম্ভব হবে না। তাইতো প্রবাদ আছে, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

কম্পিউটারের জন্য মজার একটি অন্যরকম গেম (Special for Girls)

গেমস এ আপনার বর্ণনাঃ আপনি একজন মেয়ে, আপনার ছোট বেলা থেকে শখ নিজের একটি হোটেল করার । আপনি পরে একটি হোটেল খোলেন এবং আপনি নিজেই হোটেলের সকল কাজ করে থাকেন (রান্না বাদে)। আপনার সহকারি হিসেবে একজন রান্না করার লোক আছে । আপনার কাজ হবে হোটেলের লোকজন কোন টেবিলে বসবে তা নির্দেশ করা ও তাদের প্রয়োজন অনুযায়ী খাবার দেওয়া এবং টাকা নেওয়া । নীচে গেমটির ৩ টা ইমেজ দিলাম দেখেন, তারপর যদি ভাললাগে তবে ডাউনলোড করবেন ।


Download Link: Click Here !
ওহ বলতে ভুলে গেছি যে গেমটি সম্পুন্ন ফ্রি শুধু ডাউনলোড করে ইন্সটল করবেন আর খেলবেন । এছাড়া আরও মজার Action, Funny, Fashion Show, Boy Games/Girl Games, Racing, Puzzle, Fighting, Hidden object find ও নানা ধরনের গেম ডাউনলোড করতে Visit করুন  GameTop

কম্পিউটার থেকে DLL ফাইল মিসড ???

DLL file সিস্টেম এ নেই ??  বিভিন্ন সময় এ প্রোগ্রাম রান করতে গিএ আমারা এরর মেসেজ দেখি।।






এই সমস্যা  থেকে সমাধান একটা দেবে একটা সফটওয়্যার !

এই ওয়েব থেকে ডাউনলোড করে নিন...লিঙ্কল ( http://www.dll-files.com/fixer/)
ওয়েব সাইট..

ডাউনলোড এর পর ইন্সটল করুন। সফটওয়্যার টি অটোমেটিক কম্পিউটার scan করবে ...

Result  এভাবে দেখাবে..

এবার  ERROR ফিক্স করে নেন...FIX Errors ক্লিক করুন।

বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই

বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। বিশেষ করে কালকের ঘটনা নিয়ে। আমাদের দেশের নতুন মুসলিম ঐক্য জোট জার নাম “হেফাজাত-ই-ইসলাম” যারা কিনা এ দেশের একমাত্র জোট যারা “আল্লাহ্‌” কে ভালোবাসে এবং “রাসুল (সঃ)” কে ভালোবাসে। তারা গতকাল ইসলাম কে হেফাজাত করার জন্য
সমাবেশ করে এবং ব্যাপক ভাবে তাদের ইসলাম প্রেম দেখায়। তাদের কে বলতে চাই যে, যে ইসলাম ধর্ম এই পুরো পৃথিবী টাকে, পৃথিবীর সব প্রাণী, উদ্ভিদ, সব কিছুকে হেফাজাত করে রেখেছে সেই ধর্ম কে আপনারা হেফাজাত করতে চাচ্ছেন???
আচ্ছা মানলাম যে আপনারা ইসলাম কে ভালবাসেন তাই হেফাজাত করতে চাচ্ছেন কিন্তু ইসলাম কে কি “কুরআন শরীফ” আগুনে পুরিয়ে হেফাজাত করা যায়??????????????
দিনরাত শাপলা চত্বর এ বসে “আল্লাহ্‌” র নাম নিলেন ভাল কথা। নামায কয় ওয়াক্ত পরছেন??????? আযান এর সময় ও ককটেল ফুটাইছেন । আপনারা আমাদের থেকে ভাল ইসলাম বুঝেন তাই হয়তবা সঠিক ভাবেই কাজ করছেন । কিন্তু একটা কথা বলে শেষ করতে চাই--- কু**বা**আ ইসলাম কি তর একার ধর্ম আর আমরা কি নাস্তিক?
মা***দ তুই কোন সাহসে “কুরআন শরীফ” এ আগুন লাগাস???? শালা এই তর ধর্ম প্রেম । নিকুচি করি তোর দাড়ির আর টুপির । এর কোন মূল্য নাই আমার কাছে।
মুখ দিয়ে বলিস ইসলাম কে ভালবাসিস আর হাত দিয়ে পুরাস “কুরআন শারিফ” ধিক্কার তোদের শত শত ধিক্কার। তোরা আর যা হইস অন্তত মুসলমান না ।