বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

গুগল ক্রোম এর ৬০টি কীবোর্ড শর্টকাট

ইদানিং অনেকে ব্রাউজিং এর ক্ষেত্রে গুগল ক্রমকে অন্যান্য ব্রাউজার যেমন, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স ,অপেরা, সাফারি থেকে অনেক সুবিধার মনে করে। আর  দ্রত   ব্রাউজিং  এর ক্ষেত্রে শটকাট কি গুলোর অনেক সাহায্য করে।
আর তাই আমি ৬০ টি শটকাট কি দিলাম হয়তো অনেকে মনে করতে পারে এত শটকাট কি দরকার ছিল! আসলে  আমরা বই কিনে কি পুরো বইটা পড়ি যেটা যখন দরকার লাগে তখন সেটা দেখি আমি তাই আপনাদের কালেকশান দিলাম আপনাদের যখন যেটা দরকার লাগবে দেখে নিবেন|এত শটকাট  হয়তো একবারে মনে রাখা সম্ভব না তবে apply করতে করতে আয়ত্ব আনা সম্ভব|   শটকাট কি গুলো নিম্নে কয় ভাগে দেওয়া হলঃ
Chrome Browser Window Shortcuts:
এই শটকাটগুলো Google Chrome browser windows.ওপেন এবং ক্লোজ করতে ব্যবহার করা হয়|
  • Ctrl + N – Open a new window
  • Ctrl + Shift + N – Open a new window in incognito mode (Pages viewed in incognito mode won’t show in browser history or search history. They also won’t leave cookies or other traces)
  • Alt + F4 – Close the current window
  • Shift + Click on link – Open the link in a new window
Chrome Tab Shortcuts:
  • Ctrl + Click on link – Open link in a new tab in the background
  • Ctrl + Shift — Click on link – Open the link in a new tab and switch to the newly opened tab
  • Ctrl + T – Open a new tab
  • Ctrl + Shift + T – Reopen the last tab that was closed
  • Ctrl + 1 through Ctrl + 8 – Switch to the tab at the specified position
  • Ctrl + 9 – Switch to the last tab
  • Ctrl + Tab – Switch to the next tab
  • Ctrl + Shift + Tab or Ctrl + PgUp – Switch to the previous tab
  • Backspace – Go to the previous page in your browsing history for the tab
  • Shift + Backspace – Go to the next page in your browsing history for the tab
  • Ctrl + W – Close the current tab or pop-up
  • Alt + Home – Go to your homepage in the current tab
  • Ctrl + Click the Back Arrow, Forward Arrow, or Go button – Open destination in a new tab in the background
  • Drag a link to a tab – Open the link in the tab
  • Drag a link to a blank area on the tab strip – Open the link in a new tab
  • Drag a tab out of the tab strip – Open the tab in a new window
  • Drag a tab out of the tab strip and into an existing window’s tab strip – Open the tab in the existing window
  • Press ESC while dragging a tab – Return the tab to its original position
Chrome Webpage Shortcuts:
এই শটকাট গুলোর মাধ্যমে “webpage Task” Manage করা যায়  যেমন bookmarks, search functions, utilities, and more.
  • Ctrl + P – Print the current page
  • Ctrl + S – Save the current page
  • Ctrl + O – Open a file from your computer in Google Chrome
  • F5 – Reload the current page
  • Esc – Stop page loading
  • Ctrl + F5 – Reload the current page (ignore cached content)
  • Ctrl + D – Bookmark the current webpage
  • Ctrl + Shift + D – Save all open pages as bookmarks in a new folder
  • Alt + Click on link – Download link
  • Ctrl + F – Open the search box
  • F3 – Find the next match for your input in the search box
  • Shift + F3 – Find the previous match for your input in the search box
  • F11 – Open page in full screen mode
  • Ctrl + + – Make the text larger
  • Ctrl + - – Make the text smaller
  • Ctrl + 0 – Return text to normal size
  • Ctrl + Shift + B – Toggle the bookmarks bar
  • Ctrl + H – View the History page
  • Ctrl + J – View the Downloads page
  • Shift + Esc – View the task manager
  • Ctrl + Shift + Delete – Open the Clear Browsing Data Dialog
  • F1 - Open the Help Center in a new tab
  • Ctrl + U – View page source code
Chrome Address Bar Shortcut
এইWebpage shortcut গুলোর মাধ্যমে searching functionality improve করা এবং প্রতিটা শটকাট এর দ্বারা affect হয় |
  • Type a search term, then press Enter – Perform a search using your default search engine
  • Type a search engine URL, then press TAB, type a search term, and press Enter – Perform a search using search engine associated with the URL
  • Ctrl + Enter after typing base web address – Automatically add ‘www.’ and ‘.com’ what you have typed in the address bar and open that web address.
  • F6 – Highlight address bar contents
  • Type a web address then Alt + Enter – Open web address that appears in the address bar in a new tab
  • Ctrl + K – Initiate a Google search with the address bar. After typing the shortcut key, a ‘?’ will appear in the address bar. Type your query then press Enter.
  • Ctrl + Right Arrow – Jump to the next word in the address bar
  • Ctrl + Backspace – Delete the previous word in the address bar
  • Select an entry from the drop down menu in the address bar, then press Shift — Delete – Delete the entry from the browsing history
  • Click an entry in the address bar drop down list with the Middle Mouse Button – Open that URL in a new tab
Chrome Mouse Shortcuts:
  • Middle click on link – Open the link in a new tab in the background
  • Shift + Middle click on link – Open the link in a new tab and switch to the newly opened tab
  • Middle click on tab – Close the tab
  • Click the Back Button, Forward Arrow, or Go button with Middle Mouse Button -  Open destination in a new tab in the background
  • Shift + Scroll Wheel – Scroll horizontally
  • Ctrl + Scroll Wheel – Increase or decrease text size.
শটকাট কি গুলো বাংলায় লিখতে চাইছিলাম কিন্ত দেখতে খারাপ দেখায় তাই English এ লিখলাম |ভাল থাকবেন সবাই|

খুব সহজেই নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসিকে!

লিখার শুরুতেই সবাইকে জানাই আগাম ঈদের স্বপ্নীল ভুবনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিন্দন। আশা নয় বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে প্রায় আমাদের কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধ করার প্রয়োজন হয়ে উঠে। যেমন ধরুন আপনি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড দিয়েছেন অথবা কম্পিউটার ভাইরাস স্ক্যান দিয়েছেন, যা ডাউনলোড বা স্ক্যান করতে ৩০ মিনিট সময়ের প্রয়োজন। কিন্তু ৩০ মিনিট সময় প্রর্যন্ত কম্পিউটারের সাথে থাকা আপনার সম্ভব হচ্ছে না। অথবা আপনাকে জরুরী কোন কাজে বাহিরে যেতে হচ্ছে। এমতবস্থায় আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারকে নির্দিষ্ট সময় বন্ধ করার জন্য  সময় নির্ধারন করে চলে যেতে পারেন, যাতে করে কম্পিউটারটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়।
এই কাজটি করার জন্য অনেকেই নানান ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। তবে এই ট্রিকসটির মাধ্যমে কোন সফটওয়্যার ব্যবহার না করেই খুব সহজেই কম্পিউটার Shutdown অথবা Restart করতে পারবেন।
সেটিংসটি করার জন্য নিচের ধাপগুলো লক্ষ্য করুন।

Desktop এর খালি যায়গায Right click করে New থেকে Shortcut click করুন।
Text box এ SHUTDOWN -s -t 30 টাইপ করে  Next>Finish click করুন।

Desktop এ দেখুন Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে।
আইকনটিতে ডাবল ক্লিক করে দেখুন System Shutdown নামে একটি Box দেখা যাচেছ এবং ৩০ সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটি Shutdown হয়ে যাবে।

উলেখ্য যে, আপনি ৩০ সেকেন্ড এর বেশি সময় নির্ধারন করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম সেট করতে পারবেন। যেমন 20 মিনিটের জন্য 1200 second টাইপ করে দিতে পারেন।
Restart করার জন্য SHUTDOWN -s -t 30 “s” এর পরিবর্তে “r” টাইপ করে দিলেই নির্দিষ্ট সময়ে পিসি Restart হবে।
পরিশেষে বিজ্ঞান প্রযুক্তি-ব্লগের মতো আপনাদের সমৃদ্ধ জীবন কামনা করে এখানেই শেষ করলাম।

এইচপির কম্পিউটার নির্মাণ বন্ধ হচ্ছেনা

আগস্টের মাঝামাঝি হুট করেই কম্পিউটার তৈরি বন্ধের ঘোষনা দিয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড বা এইচপি। ঘোষনা অনুযায়ী, এইচপি-র কম্পিউটার তৈরির বিভাগটি বন্ধ করে কেবল সফটওয়্যার তৈরির ব্যবসায়-ই করার কথা। এ ঘোষনার পরপরইে বিশ্বব্যাপী বিষয়টি ব্যাপক আলোড়ন তুলেছিল। শেয়ার বাজারে যেমন এইচপি-র শেয়ারের ব্যাপক দরপতন হয়েছিল তেমনি মূল্য পতন ঘটেছিল এইচপি-র প্রযুক্তি পণ্যেরও।
যারা এ সংক্রান্ত আপডেট আগে মিস করেছেন তাদের জন্য একটু বলে নেয়া ভালো। এইচপি অনেক বড় প্রতিষ্ঠান, আর তাদের ব্যবস্থাপনা সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি বিভিন্ন ইউনিটে বিভক্ত হবে এবং এর ক্ষমতা বিকেন্দ্রীভূত। এর অনেকগুলো বিভাগের মধ্যে পার্সোনাল সিস্টেমস গ্রুপ বা পিএসজি অন্যতম একটি ইউনিট। মূলত, পার্সোনাল সিস্টেমস গ্রুপ এইচপি-র কম্পিউটার তৈরির সঙ্গে সম্পৃক্ত বিভাগ। কম্পিউটার তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নেয়ায় তাই পার্সোনাল সিস্টেমস গ্রুপ কে এইচপি থেকে আলাদা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় সেসময়। মানে পিএসজিকে আর এইচপির সঙ্গে রাখা হবেনা, একই সঙ্গে তাই এইচপির কম্পিউটার তৈরিও বন্ধ করে দেয়া হবে।
তবে দেরিতে হলেও, আগস্টে প্রতিষ্ঠানটির গৃহিত সিদ্ধান্তে আবারও পরিবর্তণ আনা হয়েছে। এইচপি-র পার্সোনাল সিস্টেমস গ্রুপ বা পিএসজি-র অধীনে প্রতিষ্ঠানটি কম্পিউটার তৈরি অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে। এইচপির পূর্ববর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা লিও অ্যাপটেকার-ই মূলত কম্পিউটারটি ব্যবসাটি বন্ধের ঘোষনা দেন। ধারণা করা হয়, অ্যাপটেকারের এই ঘোষনা এইচপি পরিচালণা পরিষদের পছন্দ হয়নি। আর এ কারণেই বছর ঘুরতে না ঘুরতেই তাকে এইচপি থেকে বের করে দেয়া হয়। এরপর তার স্থলাভিষিক্ত হয়ে নিয়োগ পান মেগ হুইটম্যান। তিনিই আমার এইচপির কম্পিউটার তৈরির বিভাগটি চালু রাখার পক্ষে মত দিয়েছেন।
২৭ অক্টোবর প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচপি-র বর্তমান প্রধান নির্বাহী মেগ হুইটম্যান জানান, ‘আমরা এইচপির অর্থনৈতিক, রণকৌশল এবং কার্যগত দিকগুলো বাস্তবতার নিরিখে অনেক বিশ্লেষণ করেছি। এটা এখন আমাদের কাছে পরিষ্কার যে পিএসজিকে এইচপি-র সঙ্গে যুক্ত রাখা ক্রেতা, অংশীদার, শেয়ারহোল্ডার এবং কর্মকর্তাদের অধিকারে পরিণত হয়েছে এবং এটি আমাদের করতেই হবে। আমরা এখন একসঙ্গে একে অপরকে আরোও শক্তিশালী করতে বদ্ধপরিকর।’
প্রতিষ্ঠানটির এক সাম্প্রতিক বিশ্লেষণ প্রতিবেদন অনুযায়ী, এইচপি থেকে এইচপি পার্সোনাল সিস্টেমস গ্রুপ বা পিএইচজিকে আলাদা করে ফেললে এর ব্র্যান্ড ভ্যালু তে যেমন নেতিবাচক প্রভাব পড়বে তেমনি এইচপির মুনাফাও নেতিবাচক ধারার দিতে যাবে। এজন্য পার্সোনাল সিস্টেমস গ্রুপকে এইচপির সঙ্গেই রাখার সিদ্ধান্ত নিয়েছে এইচপি পরিচালনা পরিষদ।
এইচপি পিএসজি-র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টড ব্র্যাডলি জানান, এইচপির অংশ হিসাবেই আমরা ক্রেদাতের নতুন সব প্রযুক্তি পণ্য উপহার দিতে পারবো বলেই আমাদের বিশ্বাস। এইচপির কম্পিউটার তৈরির বিভাগটি নতুন সব উদ্ভাবনে আরোও বেশি মনোযোগী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এইচপির ইউনিট হিসাবে পার্সোনাল সিস্টেমস গ্রুপের ব্যবসায়িক ইতিহাস বেশ উজ্জল। ২০১০ অর্থনৈতিক বছরে এটি ৪০.৭ বিলিয়নেরও বেশি মুনাফা অর্জন করে।

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২

উইন্ডোজের যেকোন ফাইল এর ডিফল্ট আইকন পাল্টে ফেলুন সহজেই

আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আজকে আমি একটি সাধারন উইন্ডোজ টিপস নিয়ে লিখছি। আসুন না একটু চেস্টা করে দেখি উইন্ডোস এর যেকোনো ফাইল টাইপ এর ডিফল্ট আইকন পালটে নিজের মত করে সাজিয়ে নিতে পারি কিনা? তা হলে আর কথা নাবাড়িয়ে শুরু করা জাক।
১। মাই কম্পিউটার ওপেন করুন।মাই কম্পিউটার ওপেন হলে টুলস মেনুবার থেকে ফল্ডার  Option  সিলেক্ট করুন
২। ফোল্ডার  Option Window  আসলে  File Types tab  এ  Click করুন।
৩। এবার নিচের  Navigation Window  থেকে আপনার প্রয়োজনিয় ফাইল্টি সিলেক্ট করুন জেটির আইকন  Change  করবেন।
৪। সিলেক্ট করা হলে নিচের  Change বাটনে  Click  করুন।
৫। Change বাটনে  Click  করলে নতুন একটি  Window আসবে ।নতুন  Window আসলে  Browse বাটনে  Click করে আপনার পছন্দ মত আইকন সিলেক্ট করে  OK করুন।
৬। ব্যাস এভাবে আপনি আপনার  Computer এর জেকোনো টাইপ ফাইল এর ডিফল্ট আইকন পাল্টাতে পারবেন।

নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২

কম্পিউটারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটি হচ্ছে অ্যান্টি-ভাইরাস। অথচ এটিই ব্যবহারকারীরা সবচেয়ে বেশি এড়িয়ে যান। সতর্ক থাকলে ভাইরাস কম্পিউটারে আসবে না এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য অ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় অনাকাঙ্ক্ষিত কিছু প্রোগ্রাম আপনার কম্পিউটারে ইন্সটল হয়ে যায়। আপনি জানতেও পারবেন না অথচ আপনার তথ্য ঠিকই পৌঁছে যাবে হ্যাকারদের কাছে। অনেকে ধারণা করেন ভাইরাস আক্রান্ত হলে তো বোঝাই যাবে। কিন্তু বর্তমানে আপনি কিছুই টের পাবেন না অথচ আপনি সাইবার হামলার শিকার হয়ে যাবেন। আসুন একটু ধারণা নিয়ে নেয়া যাক কেন কম্পিউটারে নিরাপদ থাকার জন্য প্রয়োজন অ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার।

সাইবারক্রাইম – যতোটা দেখা যায় তারচেয়েও ভয়ানক

সাইবারক্রাইম বর্তমান বিশ্বে একটি অন্যতম দুশ্চিন্তার বিষয়। কেননা, এটি এমনই এক ধরনের অপরাধ যা ঘটে যাওয়ার অনেক পড়ে ভিকটিম টের পেয়ে থাকেন। আরও বড় কারণ হচ্ছে, এই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেন না। উদাহরণস্বরূপ যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি চোর-ডাকাত বা রাস্তায় ছিনতাইকারীদের হাতে পড়তে পারেন? উত্তর নিঃসন্দেহে হ্যাঁ-বাচক হবে। কেননা, আমরা কেউই জানি না কখন কোথায় অপরাধীদের কবলে পড়তে হবে।
অথচ যদি জিজ্ঞেস করা হয়, আপনি সাইবারক্রাইমের শিকার হবেন? তাহলে অনেকেই আত্মবিশ্বাসের সঙ্গে না জবাব দেবেন। মজার ব্যাপার হলো, সম্প্রতি পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সব ধরনের অপরাধের মধ্যে ডাকাতি-ছিনতাই ইত্যাদি ফিজিক্যাল ক্রাইম শতকরা ১৫ শতাংশ মাত্র। অন্যদিকে সাইবারক্রাইম সংঘটিত হওয়ার পরিমাণ শতকরা ৪৪ শতাংশ। তাহলে এবার আপনিই বলুন, যে ধরনের অপরাধীদের শিকার হওয়ার সম্ভাবনা বেশি, সেটাকেই খুব একটা গুরুত্ব না দেয়া কি মস্ত বড় ভুল নয়?
নিরাপত্তা কথাটির অর্থ এখন ব্যাপক। এখন কেবল ফাইল স্ক্যানের মধ্যেই আপনার নিরাপত্তা সীমাবদ্ধ নয়। প্রযুক্তির প্রতিনিয়ত এগিয়ে চলার সঙ্গে সঙ্গে অপরাধের ক্ষেত্রও বেড়ে চলেছে। এখন আপনার প্রিয় ফেসবুক ওয়ালটিও স্ক্যামের শিকার হতে পারে। একটি লিংক ধরে আপনার আইডেটিন্টি হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনার এমন একটি সফটওয়্যার প্রয়োজন যা আপনাকে নিরাপত্তা দেবে সবদিক থেকে।
তবে বাজারে থাকা অসংখ্য অ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার থেকে সেরাটা বেছে নেয়াও জরুরি ও কঠিন কাজ বলে মনে হতে পারে। এ জন্য অনেকেই ইন্টারনেটে রিভিউ-এর সহায়তা নিয়ে থাকেন। আজ তাই ব্যক্তিগত ব্যবহার অভিজ্ঞতা থেকে আলোচনা করবো সিমেন্টেক করপোরেশনের নরটন অ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি ২০১২-এর বিভিন্ন দিক নিয়ে।

নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২

নরটন ইন্টারনেট সিকিউরিটি, অ্যান্টি-ভাইরাস ও নরটন ৩৬০ ২০১২ সম্প্রতি বাজারে এসেছে নতুন সব ফিচার নিয়ে। নতুন এই সংস্করণের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি কাজ করে আগের সংস্করণগুলোর চেয়ে অত্যন্ত দ্রুত। ইতিমধ্যেই যারা নরটন এর পুরনো সংস্করণগুলো ব্যবহার করেছেন তাদের হয়তো অভিযোগ রয়েছে এটি কম্পিউটারের গতি ধীর করে দেয়। তাদের জন্য সুখবর হচ্ছে, নরটন ২০১২ খুবই হালকা একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটারের গতি ঠিক রেখে নিজের কাজ করে যাবে। এছাড়াও আপনি চাইলে যে কোনো সময় নরটনের ইন্টারফেস থেকেই দেখে নিতে পারবেন আপনার কম্পিউটারের কতটুকু রিসোর্স নরটন ব্যবহার করছে। এতে করে অন্য কোনো সফটওয়্যার রিসোর্স টানতে থাকলে নরটন পিসি স্লো করে দিচ্ছে এমন ভুল ধারণাও দূর হয়ে যাবে।
আসুন জেনে নেয়া যাক নরটন ইন্টারনেট সিকিউরিটি-এর উল্লেখযোগ্য কিছু ফিচারের সার-সংক্ষেপ।

ক্লাউড ম্যানেজমেন্ট

একাধিক কম্পিউটার ব্যবহার করেন? অথবা আপনি দূরে অবস্থান করেও বাসার বা অফিসের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে চান? নরটন নিয়ে এলো ক্লাউড ম্যানেজমেন্ট সেবা। এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। আপনি এই সুবিধাটির উপকারিতা পাবেন যদি আপনার একাধিক ডিভাইস থাকে অথবা আপনাকে যদি দূর থেকেই বাসা, অফিস বা বন্ধুদের কম্পিউটারের অ্যান্টি-ভাইরাস আপডেট, সেটিংস পরিবর্তন, চাইল্ড প্রটেকশন ইত্যাদি কাজ সম্পাদন করতে চান। একটি নরটন অ্যাকাউন্ট দিয়ে এবার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার সব কম্পিউটার।

আইডেন্টিটি সেফ

এই সেবাটি তেমন একটা নতুন নয়, তবে কার্যকরী। এর মাধ্যমে আপনি আপনার সোশাল নেটওয়ার্ক, ইমেইল, ব্লগ ইত্যাদি বিভিন্ন সাইটের বিভিন্ন পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন মাত্র একটি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে। ফলে আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করেই সব অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
এটি অ্যাকটিভ থাকা অবস্থায় কোনো সাইটে লগইন করলে ব্রাউজারের মধ্যেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি সেই সাইটের ইউজারনেম ও পাসওয়ার্ড সেভ করে রাখতে চান কি না। সেভ করে রাখলে তা ক্লাউডে আপনার অ্যাকাউন্টে সিংক্রোনাইজ করে রাখবে। এতে করে নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ ইন্সটল থাকা যে কোনো কম্পিউটার থেকেই এসব অ্যাকাউন্টে আপনি অ্যাকসেস করতে পারবেন।

ব্যান্ডউইথ অ্যাওয়্যারনেস

বাংলাদেশে লো-ব্যান্ডউইথ যারা ব্যবহার করেন যাদের জন্য এই সুবিধাটি হতে পারতো আরো বেশি সুবিধাজনক। সাধারণত ল্যাপটপ ডিভাইসে যখন তখন বড় আকারের আপডেট (সফটওয়্যার ভার্সন) বন্ধ করতেই এই সুবিধাটি যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে আপনি যখন ওয়াই-ফাই বা ব্লুটুথ দিয়ে কানেক্টেড থাকেন, তখন বড় আকারের আপডেট ডাউনলোড হওয়া বন্ধ রাখতে পারবেন। পরবর্তীতে যখনই ক্যাবল কানেক্টেড হবে তখন নরটন নিজে নিজেই বড় আকারের আপডেট ডাউনলোড করে নিবে।
বলা বাহুল্য, বাংলাদেশে ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন খুব কম সংখ্যক মানুষই। ডেটা ক্যাবল দিয়ে কানেক্ট করলে নরটন একে ক্যাবল কানেকশন হিসেবেই ডিটেক্ট করে। তাই বলা যায়, এই সুবিধাটি আরো উন্নত হতে পারতো। তবে ব্যবহারকারীরা চাইলে নরটনের ব্যবহার-বান্ধব ইউজার ইন্টারফেস থেকে সহজেই বড় আকারের আপডেট ডাউনলোড করে রাখতে পারবেন।

সিস্টেম স্লো-ডাউন ও স্টার্টআপ ম্যানেজার

সিস্টেম স্লো হয়ে যাওয়া প্রায় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারেরই একটি বড় সমস্যা। অনেক ব্যবহারকারী কেবল এই সমস্যার মুখোমুখি হতে চান না বলে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ইন্সটল না করে নিজেকে ঝুঁকির দিকে ঠেলে দিয়ে থাকেন। কিন্তু নরটন অ্যান্টি-ভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি ২০১২ এ দিক দিয়ে এগিয়ে গেছে। খুব কম রিসোর্স ব্যবহার করে বিধায় সিস্টেম স্লো-ডাউন খুব একটা হয়ই না। আমি প্রথমবার ইন্সটল করে রিস্টার্ট করার পর একটু সময় নিয়েছিল বুটআপ হতে। কিন্তু তারপর থেকে সিস্টেম আগের মতোই দ্রুতগতির রয়েছে। তবে ফুল সিস্টেম স্ক্যান করতে দিলে ঐ সময়টুকু একটু বেশি রিসোর্স খরচ করে নরটন। তারপরও যদি আমার সন্দেহ হয় যে নরটন অন্য সময়ও সিস্টেম স্লো করে দিচ্ছে, আমার সন্দেহ দূর করার জন্য নরটনে রয়েছে রিসোর্স ইউসেজ দেখার সুবিধা, যেখানে নরটন সিস্টেমের কতটুকু রিসোর্স ব্যবহার করছে তা দেখা যায়।
এছাড়াও নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২-তে রয়েছে স্টার্টআপ ম্যানেজার যার মাধ্যমে আপনি কোন কোন প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ামাত্রই রান করতে চান এবং কোন কোন প্রোগ্রাম একটু দেরিতে রান করতে চান তা ঠিক করে দিতে পারবেন। এক কথায়, সিস্টেম ইউটিলিটি হিসেবেও নরটনের নতুন সংস্করণকে মাঝে মাঝে কাজে লাগাতে পারবেন।

নরটন ইনসাইট

এই সুবিধাটি আপনার ফাইলসমূহকে স্ক্যান করে আপনার কম্পিউটারে থাকা ফাইল বা অ্যাপ্লিকেশনগুলোর সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন দেবে। এই প্রতিবেদনে উল্লেখ থাকবে আপনার ইন্সটল করা প্রতিটি সফটওয়্যার কতটুকু নির্ভরযোগ্য, কী পরিমান ব্যবহারকারী এটি ব্যবহার করছে এবং এটি সিস্টেমে কী পরিমান রিসোর্স টানছে। বলা যায়, আমার সবচেয়ে পছন্দের ফিচার এটি। প্রতিবার সিস্টেম স্ক্যান সম্পন্ন হওয়ার পর নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ আপনাকে নরটন ইনসাইট সুবিধার মাধ্যমে এ জাতীয় বিস্তারিত তথ্য দেখাবে। এর আরেকটি বড় সুবিধা হচ্ছে, কোন অ্যাপ্লিকেশন কতটুকু রিসোর্স টেনে পিসি স্লো করে দিচ্ছে তাও দেখা যায় এখান থেকেই। তাই কম্পিউটার স্লো হয়ে গেলে তার জন্য কোন সফটওয়্যার দায়ী তা খুঁজে বের করতেও নরটন ইনসাইট বেশ কাজের একটি সুবিধা।

অ্যান্ড্রয়েড সিকিউরিটি

এছাড়াও নরটন ২০১২ এসেছে অ্যান্ড্রয়েড-চালিত মোবাইল ফোন ও ট্যাবলেট ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ম্যালিশিয়াস প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন থেকে নিজেদের ডিভাইসকে দূরে রাখতে ব্যবহার করতে পারেন নরটন ২০১২।

বাংলাদেশে নরটন

গত ১৫ই নভেম্বর ঢাকার হোটেল রূপসী বাংলায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে অবমুক্ত করা হয় নরটন ২০১২। অনুষ্ঠানে নরটন ইন করপোরেশনের এশিয়া অঞ্চলের পরিচালক মুহাম্মদ ইফেন্ডি ইবরাহিম বলেন, নরটন ২০১২-এর সবচেয়ে উন্নত দিক হচ্ছে এর পারফরম্যান্স। ব্যবহারকারী সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করেন সিকিউরিটি ও পারফরম্যান্সের জন্য। তাই এই দু’টির উপরে জোর দিয়েই তৈরি করা হয়েছে নরটন ২০১২। কম্পিউটার সোর্স লিমিটেড নরটন ২০১২ এর অথোরাইজড ডিস্ট্রিবিউটর।
ইফেন্ডি আরো জানান, বিভিন্ন ল্যাবটেস্ট রেজাল্টেও সিমেন্টেকের নরটন ২০১২ শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১ (পূর্ববর্তী সংস্করণ) পিসি ম্যাগাজিন ও পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিনে এক নম্বর সিকিউরিটি সফটওয়্যারের স্থান অর্জন করেছে বলেও জানান তিনি।

কেন নরটন ২০১২?

এবারে আসুন এক পলকে দেখে নেয়া যাক পুরো সফটওয়্যারটি ব্যবহার করার পর আমার কেন মনে হয় নিরাপদ থাকতে সবারই নরটন ব্যবহার করা উচিৎ।
১. সর্বোচ্চ সিকিউরিটিঃ নিরাপত্তাই সর্বপ্রথম কথা। আর নরটন কেবল নেটওয়ার্ক ও ফাইলই মনিটর করে না, বরং একটি সফটওয়্যারের রেপুটেশন (জনপ্রিয়তা, ব্যবহারকারী সংখ্যা ইত্যাদি)-এর উপর ভিত্তি করেও স্ক্যান করে রিপোর্ট দিয়ে থাকে। এছাড়াও ফাইলের বিহেভিয়র বা আচার-আচরণও পর্যবেক্ষণ করে নরটন ২০১২।
২. সহজ ইন্টারফেসঃ যে কোনো সফটওয়্যারই ব্যবহারকারীদের আকর্ষণ হারায় যখন তা ব্যবহার-বান্ধব হয় না। নরটন ২০১২-এর ইন্টারফেসে ছোটখাটো কিছু পরিবর্তন এনে একে সব ধরনের ব্যবহারকারীদের জন্য উপযোগী করে তোলা হয়েছে। ফলে, যিনি কম্পিউটার সম্পর্কে খুব একটা জ্ঞান রাখেন না, তিনিও এক ক্লিকে স্ক্যান বা আপডেট করতে পারবেন। আবার যিনি বিভিন্ন সেটিংস ঠিক করে রাখতে চান, তিনিও পারসোনালাইজ করে নিজের মতো সেট করে নিতে পারবেন নরটন ২০১২।
৩. ইন্টারনেট সিকিউরিটিঃ কেবল ফেসবুকই নয়, ইন্টারনেট ব্রাউজ করার সময় অসংখ্য নতুন সাইট ভিজিট করা হয়। এই সাইটগুলো যেন আমার কম্পিউটারের কোনো ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করে নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২। অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ওয়ালে পোস্ট করা লিংক ধরে বিভিন্ন স্ক্যামের সম্মুখীন হন। নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ সেইসব লিংকও স্ক্যান করে আগে থেকেই আপনাকে সতর্ক করে দিতে পারবে। তাই আমার মতে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নরটন আইএস ২০১২ হবে পারফেক্ট চয়েস।
৪. পালস আপডেটঃ ভাইরাস ছড়ানো মাত্রই আপনি এর শিকার হতে পারেন। আপনাকে সেখান থেকেও সুরক্ষা দিতে রয়েছে লাইভ আপডেট ও পালস আপডেট। লাইভ আপডেট সাধারণ প্রতিদিন একবার করে ভাইরাস ডেফিনিশনগুলো আপডেট করে থাকে। আর পালস আপডেট হচ্ছে প্রতি ৪-৫ মিনিটে একবার করে নরটন ২০১২ চেক করবে ইন্টারনেটে নতুন ছড়ানো কোনো ম্যালিশিয়াস প্রোগ্রাম রয়েছে কি না। অর্থাৎ, প্রতি পাঁচ মিনিটেই আপডেটের জন্য চেক করবে নরটন।
উল্লেখ্য, যারা ব্যান্ডউইথ নিয়ে ভাবছেন, তাদেরকে বলছি, পাঁচ মিনিট পরপরই যে আপডেট হবে এমনটা নয়। সাধারণত হঠাৎ করে ইন্টারনেটে ছড়িয়ে যাওয়া ম্যালিশিয়াস প্রোগ্রাম যেন আপনার কম্পিউটারে আক্রমণ করতে না পারে এ জন্যই এই সুবিধা। তবে আপনি চাইলে লাইভ আপডেট অন রেখে পালস আপডেট অফ করে দিতে পারেন।
৫. ল্যাব টেস্টঃ এভি-কমপেয়ারেটিভ, পাসমার্কসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ল্যাব টেস্টে নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ অন্যান্য সবাইকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে পেছনে ফেলে দিয়েছে। তাই এসব ল্যাব টেস্টের উপর ভিত্তি করেও এ কথা বলা যায় যে, নরটন ২০১২ সত্যিই আগের চেয়ে অনেক উন্নত ও শক্তিশালী ভাইরাস প্রটেকশন সফটওয়্যার।

এবং একটি বোনাস!

এতোসব সুবিধার সঙ্গে রয়েছে আরেকটি বোনাস। যারা ৩১ শে ডিসেম্বরের মধ্যে কম্পিউটার সোর্স থেকে নরটন অ্যান্টিভাইরাস ২০১২ (৭০০ টাকা), নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ (১১০০ টাকা) অথবা নরটন ৩৬০ ২০১২ (১৫০০ টাকা) কিনবেন, তাদের জন্য রয়েছে ফ্রি ব্যাকপ্যাক। নরটনের লোগোসমৃদ্ধ এই ব্যাকপ্যাকে রয়েছে ল্যাপটপ রাখার জন্য আলাদা সুবিধা। তাই যারা কেনার কথা ভাবছেন, তারা অফার ফুরিয়ে যাবার আগেই কিনে ফেলুন কম্পিউটার সোর্সের যে কোনো সেলস সেন্টার থেকে।
সবশেষে একটা কথাই বলবো, ব্যাকপ্যাকের জন্য নয়, সত্যি সত্যিই ভাইরাস, স্ক্যাম, আইডেন্টিটি থেফট এবং সর্বোপরি সাইবার ক্রাইম থেকে বাঁচতে নরটন ২০১২ ব্যবহার করুন। নরটনের তিনটি প্রোডাক্ট থেকে আমার মতে নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২-টাই পাঠকদের জন্য পারফেক্ট চয়েস হবে। অনেকে কিছু টাকা বাঁচানোর জন্য পাইরেটেড অ্যান্টি ভাইরাস ব্যবহার করে থাকেন যা একদম ঠিক নয়। অন্তত নিজের নিরাপত্তার স্বার্থেই অ্যান্টি ভাইরাস কিনে ব্যবহার করা উচিৎ বলে আমি মনে করি।
সাইবারক্রাইম সম্পর্কে আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারে ফ্ল্যাশ অ্যানিমেশনে নির্মিত বিশ্বের প্রথম সাইবারক্রাইম ইনডেক্স থেকে।

ফেসবুকের বন্ধুকে ট্যাগ করুন যেকোন শব্দ দিয়ে!

কি টাইটেল দেখে চমকে উঠলেন নাকি? চমকাতেও পারেন, অস্বাভাবিক কিছু না। আমিও চমকিয়ে উঠেছিলাম প্রথম প্রথম। ফেসবুকে কয়েকজন ফ্রেন্ডকে কিছুদের আগে থেকে দেখছিলাম নিজের বা অন্যের নামকে যেকোন শব্দের সাথে ট্যাগ করতে। ব্যাপারটি প্রথমত বুঝতে না পালেও পড়ে মাহবুব হাসান জনি ভাইয়ের মাধ্যমে সহজেই জানতে পারি। তবে, ব্যাপারটি জানার পর মজাই লাগলো। আমার আবার অভ্যাস, ছোট বড় যা কিছুই শিখি বা জানি তা ব্লগ আকারে সবাইকে জানিয়ে দেয়া। সেই ধারাবাহিকতায় আজের পোষ্ট। তো চলুন:
সাপোজ আপনি চাচ্ছেন আপনার বন্ধুর সাথে একটু ফ্যান করতে তো লিখুন, “কি হে শালা, তোকে আজ দেখলাম সুন্দরী মেয়ে নিয়ে ডেটিং করছিস।”  এখন আপনি চাচ্ছেন এই “কি হে শালা” তে আপনার বন্ধুর প্রোফাইলকে ট্যাগ করবেন। তাহলে স্টেপ বা স্টেপ নিচের নিয়ম গুলো অনুসরন করুন:
১. আপনার ফেসবুক একাউন্ট থেকে https://graph.facebook.com/19292868552 ভিসিট করুন। facebook.com/ এর পর যে আইডি নম্বরগুলো আছে সেটি Facebook Platform এর গ্রাফ পাবেন। আপনি 19292868552 জায়গায় আপনার বন্ধুর প্রোফাইল আইড বা তার প্রোফাইলে যদি ইউজারনে নির্বাচন করা থাকে তবে সেটা লিখে দিতে পারেন। যেমন: আমার প্রোফোইল লিংক: https://www.facebook.com/shaon89 এবং প্রোফাইল আইডি https://www.facebook.com/profile.php?id=100000033862031 । যাদের প্রোফাইল লিঙ্ক ইউজার নেম ট্রান্সফার করছেন তারা গ্রাফ থেকেই নিতে পারবেন। নিচের ইমেজটি দেখুন:
২. এবার “@@[0:[paste your code here:0:এখানে যা খুশি লিখুন]]” কোটেশন এর মাঝের “paste your code here” এ আপনার বন্ধুর ফেসবুক আইডি এবং “এখানে যা খুশি লিখুন” এ উপরের “কি হে শালা” শব্দ তিনটি লিখুন। এমনটা হবে: @@[0:[ 100000033862031:0:কি হে শালা]]। তবে হ্যা, আপনার স্টাটাসে শেয়ার দেয়ার আগে আইডি নাম্বারটা পরিবর্তন করতে ভুলবেন না। এবার ষ্টাটাসে শেয়ার করুন।

মার্ক জুকারবার্গ এর বিরুদ্ধে ফেইসবুকের মামলা!

নিজের নাম নিয়ে অন্যের সাথে যুদ্ধ! এমন কথা সচারচর শুনা যায় না। আমার নাম শাওন, তাই বলে কি আপনার নাম “শাওন” হতে পারে না? অবশ্যই পারে। কিন্তু যে নাম নিয়ে সোস্যাল মিডিয়াতে ঝড় উঠেছে সে নামটি কি আর যেন তেন ব্যক্তির নাম? নাহ!! তিনি যে ফেসবুক প্রতিষ্ঠাতা “মার্ক জুকারবার্গ”। ভাবছেন কি হল এই নাম নিয়ে তাই না? চলুন শুনি… 
সম্প্রতি ইসরাইলের নগরী “রোতেম গুয়েজ” এ জন্মগত এক উদ্যোক্তা তার জন্মগতভাবে প্রাপ্ত পারিবারিক নামটি আইনগত ভাবে পরিবর্তন করে নতুন নাম রেখেছেন, তাও আবার যেনতেন নাম নয়, নামটি “মার্ক জুকারবার্গ”। হ্যাঁ পাঠক, যার কথা বলছি তিনি নিজের নামকে পরিবর্তন করে ফেসবুক প্রতিষ্ঠাতার নামকে তার হিসাবে পরিবর্তন করেছেন গত ৭-ই ডিসেম্বর।
নতুন এ জুকারবার্গ এর ওয়েব সাইট ঠিকানা: MarkZuckerbergOfficial.com, -এ বলা হয়েছে, এই বছরের শুরুর দিকে সেই ফেসবুকে “Mark Zuckerberg” নাম দিয়ে সাইনআটপ করতে গেলেই ঘটে বিপত্তি। এমনিতেই ফেসবুক কোন সিকিউর প্রিফিক্স বা কোন ব্রান্ড দিয়ে আন অথোরাইজ ব্যক্তি নাম দিল সাথে সাথে রিফিউজ করে সেখানে “Mark Zuckerberg”। Omg !! :P
বর্তমান জুকারবার্গ(নাম পরিবর্তনের পর) ইসরাইলে Like Store নামে একটি সোস্যাল মার্কেটিং কোম্পারীর সহ প্রতিস্ঠাতা। যা কিনা কোন কোম্পানীর বা সিলেব্রেটিদের বা অন্য কেউ চাইলে তাদের ব্রান্ড নেম পেজের লাইক(ফ্যান) সযগ্রহ করে দেন। লাইকস্টোর এর ভাষ্য মতে,
“Are you sad no one’s visiting your Facebook Page? We have a solution! Need 1,000 Likes? We’ll get them for you. Need 5,000 Likes? We’ll get them for you. Need 10,000 Likes? We’ll get them for you.”

গেল সেপ্টেমবরে ফেসবুক ল ফার্ম নবাগত এই জুকারবার্গ এর বিপক্ষে মামলা নিক্ষেপ করেছেন, কারন তিনি অবৈধভাবে এবং ফেসবুক সোস্যাল টার্মস এন্ড কন্ডিশন এর বিপক্ষে কায় সম্পাদন করছেন। মামলাটিতে উল্লেখ্য: নতুন জুকারবার্গ যেন তার সেই ব্রান্ড কোম্পানী বন্ধ করে এবং আর কখনও এই সোস্যাল মিডিয়াতে এসবের অপব্যবহার না করে।
জুকারবার্গ বৈধভাবে তার নামটি পরিবর্তন করেছেন গত ৭ ডিসেম্বর। নিজের ভিডিওটি দেখলেই বুঝা যায়, সেদেশের ম্যধবর্তী মন্ত্রী তার সেই নামটিকে বৈধতা দিয়ে বলেছেন, “তার ইচ্ছে ছিল পারিবারিকভাবে নামিটি পরিবর্তন করার”। এর ঠিক এক সপ্তাহ পরেই নতুন মার্ক-কে সেই লাইকস্টোর কোম্পানী এখনও বহাল রাখার কারনে ফেসবুক পূণরায় তার বিপক্ষে মামলা শীট প্রেরণ করেছন। বিবৃতিতে আরোও জানা যায়, লাইকস্টোর কোম্পানীর কর্তৃপক্ষ তাদের সহ প্রতিষ্ঠাতার নতুন এই নাম ব্যবহার করে অনেককেই ভয়ভীতিও প্রদশর্ন করে চলেছেন।
যদিও ফেসবুক কর্তৃপক্ষ বৈধ্যতার জন্য অনেক কিছুই জায়ের করতে পারে। তদুপরি, এও জেনে রাখা ভাল যে “Mark Zuckerberg” যে কারো নাম হতেই পারে। আর এটা নিয়ে ঝড় তুলোটাই নিছকই ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কি হতে পারে। ;)
জানা গেছে, নতুন এই জুকারবার্গ তার নামে ব্রান্ড ফেসবুক ফ্যান পেজ এবং টুইটারে তার নিজ নামের একাউন্ট করেছেন। @iMarkZuckerberg- আইডিতে প্রচার চালাচ্ছেন খুব শীঘ্রই তিনি কিছু একটা স্পালাস করবেন তার নতুন এই পরিচয়ে। ফেসবুক পেজে নতুন পরিচয় এবং একই নামে পার্সপোর্টও পাওয়া গেছে। ;)

আপনি কি মনে করেন নতুন এই জুকারবার্গ তার এই পরিচয় দেয় লক্ষকোটী মানুষকে তাক লাগিয়ে দিবে? নাকি আসল মার্ক জু এর কাছে হার মানবে সহজেই।

ডাউনলোড করুন usb disk security এর নতুন ভার্সন..!!!!

usb disk security এর সম্পর্কে নতুন করে বলার আর কিছুই নেই । কারণ, এর সাথে কম বেশি সবাই পরিচিত । Autorun জাতীয় ভাইরাস কাবু করার জন্য এর জুরি নেই । ভালো মানের এন্টি ভাইরাস ইন্সটল করা থাকলেও অনেক সময় তা ডিলেট করতে পারে না, ফলে কম্পিউটার হয়ে যায় ভাইরাসের বাসা । কিছু দিন আগে usb disk security v5.3.0.12 নিয়ে পোষ্ট করেছিলাম । এর মধ্যেই usb disk security v5.3.0.20 রিলিজ হয় । পুরানো জিনিস একটু নতুন করে পাওয়া ।। আপনাদের সাথে শেয়ার করলাম । আপনিও ব্যবহার করে দেখুন,,কাজে আসে কিনা ।
uuuu
* Autorun যুক্ত Virus দুর করতে হলে নিচের থেকে ডাউনলোড করুন...
>Download<
--AsaD--

ফেসবুক আরো স্বাছ্যন্দ

ফেসবুক এখন জনপ্রিয়তার শীর্ষে । এমনকি এটি এখন পৃথিবীর ৪র্থ সর্বোচচ কমিউনিটি । ফেসবুকের রেগুলার ভার্সন ছাড়াও আরো অনেক উপায় আছে ফেসবুকিং এর । কয়েকটি আজ শেয়ার করলাম ।

দ্রুত গতির ভার্সনসমূহ

Facebook Lite

ফেসবুক লাইট হচ্ছে ফেসবুকের হালকা ভার্সন । ভারত এবং এর প্রতিবেশীদেশের ব্যবহারকারীরা, যারা ব্যান্ডউইড সমস্যায় ভুগছে তাদের জন্য চালু হয় এই ভার্সনটি । ঘুরে আসুন Facebook Lite

Facebook Touch

এটিও ফেসবুকের হালকা ভার্সন । এটি মূলত টাচ স্ক্রিন আছে এমন ফোনের জন্য তৈরী । পিসি থেকেও ব্যবহার করা যায় এটি ।ঘুরে আসুন Facebook Touch.

Facebook Mobile

এটি ফেসবুকের মোবাইল ভার্সন । এর দ্বারা ফোন বা পিসি থেকে ফেসবুকের সব সুবিধা ব্যবহার করতে পারবে । ঘুরে আসুন Facebook Mobile.

স্ট্যাটাস আপডেটিং টুল

ISeeYoo

এটি একটি ডেস্কটপ এ্যাপ এর দ্বারা ওয়েব পেজ না খুলেই স্ট্যাটাস আপডেট করতে পারবেন । তাছাড়া বন্ধুদের স্ট্যাটাসও দেখতে পাবেন । এটি চালাতে পিসিতে Adobe AIR ইনস্টলড থাকতে হবে ।ডাউনলোড

Notification2

এটিও একটি ডেস্কটপ এ্যাপ । এর দ্বারা ওয়েব পেজ না খুলেই স্ট্যাটাস আপডেট করতে পারবেনই , তাছাড়া messages, events, friend requests, ইত্যাদিও দেখতে পাবেন । Download.

ইমেজ আপলোডিং ও ডাউনলোডিং

Adobe Photo Uploader

এটি ফেসবুক ইমেজ আপলোডার । যেকোন ইমেজ এতে ড্রাগ এন ড্রপ করলেই ফেসবুকে আপলোড হয়ে যাবে । এটি চালাতে পিসিতে Adobe AIR ইনস্টলড থাকতে হবে ।ডাউনলোড

Photo Grabber

এটি ফেসবুক ইমেজ ডাউনলোডিং টুল । আপনি ট্যাগ করা আছেন এমন সব ইমেজ সহজেই নামিয়ে নিতে পারবেন । একে ইমেজগুলোর লোকেশন বলে দিলেই এটি সব ইমেজ নামিয়ে দিবে । ডাউনলোড

আরো কিছু...

Twitter থেকে Facebook এ আপডেট

Twitter থেকে tweet গুলো Facebook এ স্ট্যাটাস আপডেট হিসেবে পেতে চাইলে ব্যবহার করুন Facebook এর এই Twitter এ্যাপটি

Facebook ফটো এ্যালবাম ডাউনলোড

Facebook এর পুরো ফটো এ্যালবাম একবারে নামাতে দেখতে পারেন টিউনার লুৎফর রহমান এর এই টিউনটি
তাছাড়া আরো অনেক ছোট টুল আছে যার দ্বারা ফেসবুকিং আরো সহজে ও স্বাছন্দে করতে পারবেন ।
**সতর্কতা: দ্রুত গতির ভার্সনসমূহ ছাড়া সবগুলোই থার্ড পার্টি টুল । নিজ দায়িত্বে পাসওয়ার্ড প্রদান করুন ।

মজিলার কীলগার এডঅন্স দিয়া হ্যাকিং করি

একসময় আমি কীলগার নিয়ে টিউন করেছিলাম। তার যে ঝাজ তার ফলে এখনো ওই টিউনের জন্য আমাকে চার-পাঁচটি মেইলের উত্তর দিতে হয় প্রতিদিন। কিন্ত কীলগার সফটের কিছু সীমাবদ্ধতা আছে যেমন ভালো মানের সফট ফ্রিতে পাওয়া যায় না, অনেকেই প্রোগ্রাম লিস্ট থেকে তা খুজে বের করে ফেলে আর যদি ঘোস্ট কী লগার হয় তাও দেখা যায় শক্তিশালি এন্টিভাইরাস দ্বারা ডিটেক্ট হয়। তাই এর ফাদে কাওকে ফেলা দুস্কর। আর তাছাড়া কীলগার কিন্তু মূলত ভালো কাজেই লাগে। যেমনঃ
  • কি লেখা হয়েছে তার সকল রেকর্ড থাকে। আমাদের দেশের লোড শেডিং এর প্রেক্ষাপটে এর বিকল্প নাই, লোড শেডিং বা ইন্টারনেট সমস্যা যাই হোক ডাটা থাকবে নিরাপদ। 
  • আর যারা বিভিন্ন সাইটে হরেক পাসওয়ার্ড ব্যাবহার করেন কিন্তু একটু ভুলু মন তাদেরতো সোনায় সোহাগা করে দিতে পারে এসব সফট। 

মজারু মজাক

সে যাই হোক কীলগার সফটের কতিপয় সমস্যার সমাধান করার চাইতে মজিলার কী লগার এডঅন্সটাই ব্যাবহার করা ভালো মনে হল। এতটাই ভাল যে কেউ তা ধরতেও পারছে না যে কাহিনী কি। বন্ধুদের সামনে ল্যাপটপ নিয়ে গেলেই তারা একটু ফেসবুক বা মেইল নাড়াচাড়া করতে চাইছে আর তখনই নিজের অজান্তেই তারা তাদের পাসওয়ার্ডটি আমাকে জানিয়ে দিচ্ছে।  আর চমকে যাচ্ছে তখন যখন আমি কিছুদিন পর তাদের পাসওয়ার্ডটি জানিয়ে দিচ্ছি কিন্তু সে সময় তারা মাথা চুলকালেও প্রকৃত রহস্য যে একটি এডঅন্স তা বের করতে পারছে না।  ভাবুন তো অন্য কারো হাতে পড়লে কি অবস্থাটাই না হত।

এইবার তাইলে লাইনে আসি

যাক সে কথা ধান ভানতে আইসা তো শীবের গীত তো আর কম গাইলাম না এবার আসল কথা আসি। এখানে ক্লিক করে বক্স চেক করে এডটু ফায়ার ফক্স এ ক্লিক করে ইনস্টল করুন। তারপর যথারীতি সেই ফায়ার ফক্স রিস্টার্ট।
untitled
এবার দেখুন চিন্হিত এডঅন্স টাই হল কীলগার এডঅন্স। :D অন্যান্য এডঅন্সের ভীড়ে এটা বোঝাই মুসকিল আর এটাই হল এই এডঅন্সের সব চেয়ে বড় সুবিধা সফটের তুলনায়। ;) এর উপর ক্লিক করেই এটাকে অন ও অফ করা যাবে। কিছুক্ষণ কাজকরেই দেখুন।
untitled1
তারপর টুলস থেকে এডঅন্সে যান কীলগার এড অন্সের অপশনে দেখুন ওয়েব,ইমেইল, পাসওয়ার্ড, লেখা সহ সব ডাটা জমা হয় আছে।

পেনড্রাইভের ইমেজ (পরিবেশ )ব্যাকআপ রাখুন USB Image দ্বারা

USB ফ্লাশ ড্রাইভ বা পেনড্রাইভ এখন আর শুধু তথ্য বা ডাটা বহনে  ব্যবহৃত হয় না। বর্তমানে পেনড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম চালানো,অপারেটিং সিস্টেম ইন্সটল, রেস্কিউ ডিস্ক তৈরী করে কম্পিউটারে ভাইরাস দূর করাসহ নানা কাজে ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এভাবে বুটেবল করতে পেনড্রাইভকে উপযুক্ত বা এরমধ্যে পরিবেশ তৈরী করতে হয়, যা নানা কর্মসাধনে সম্পন্ন হয়।অনেক সময় এসব করতে প্রচুর প্রসেসিং লাগে ফলে সময়ও ব্যয় হয় তখন।কোন কারনে ফরম্যাটের প্রয়োজন হলে আবার কস্টকরে ঐসব প্রসেসিং করে পেনড্রাইভ তৈরী করতে হয়।যদি একবারেই প্রসেসিং করে এর পরিবেশ ইমেজ হিসেবে ব্যাকআপ করা যেত তাহলে কেমন হত।এর জন্য দারুন একটা সফটওয়ার হচ্ছে USB Image Tool.
এই সফটওয়ার দ্বারা আপনি আপনার পেনড্রাইভের হুবহু ইমেজ তৈরী এবং পরবর্তীতে কোন কারনে ফরম্যাট করলে রিস্টোর করে পুনরায় সেই পরিবেশ ফিরে আনতে পারবেন।
যেমন ধরুন আমি আমার গত টিউনে পেনড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ ইন্সটল করতে হয় তা বলেছি , আপনি খেয়াল করবেন তা করতে প্রায় একঘন্টারও বেশী সময় লাগে পেন্ড্রাইভে ফাইল কপি হতে।শুধু মাত্র একবার পেনড্রাইভ কে উপযোগী করে তা আপনি ইমেজ হিসেবে সংরক্ষন করে হার্ডডিস্ক রাখতে পারেন এবং পরবর্তীতে আবার ঐ ইমেজটি রিস্টোর করতে পারবেন একমিনিটেই!!
প্রথমে ডাউনলোড করুন USB Image Tool.এবার এক্সট্রাক্ট করে চালু করুন USB Image
এবার পেনড্রাইভ কম্পিউটারে লাগানো থাকলে দেখা যাবে,ক্লিক করে তা সিলেক্ট করুন
Backup বাটনে ক্লিক করে ইমেজ কোথায় রাখবেন তার লোকেশন দেখিয়ে দিন।
ব্যাস বেকআপ শেষ!! এবার পরে রিস্টোর করতে চাইলে Restore এ ক্লিক করে আপনার সেইভ করা Image দেখিয়ে দিন দেখবেন হুবহু আগের মত.
Ads by- Riad Islam Hemel 
Akhoni.com - Place for The Best Deals
USB ফ্লাশ ড্রাইভ বা পেনড্রাইভ এখন আর শুধু তথ্য বা ডাটা বহনে  ব্যবহৃত হয় না। বর্তমানে

বানিয়ে ফেলুন নিজের Run কমান্ড আর কাজ করুন দ্রুত গতিতে!

 আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি তাদের কাছে বহুল পরিচিত একটি অপশন হলো Run Command .. যা দ্বারা আমরা খুব সহজেই যে কোন ফাইল মাত্র কয়েকটা ক্লীকেই কম্পিউটারের আনাচে কানাচে থেকে ঘাড় ধরে নিজেদের সামনে হাজির করতে পারি। মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ আগে থেকেই কিছু সফটওয়্যারের ডিফল্ট শর্টকার্ট তৈরী করাই থাকে। যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই সেই ফাইলগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরুনঃ আপনি ক্যালকুলেটর বের করতে চাইলে run বাক্স open করেই calc চেপে Enter press করলেই আপনার সামনে ক্যালকুলেটর হাজির হয়ে যাবে কোন রকম ঝামেলা ছাড়াই।
তবে হ্যা প্রথমেই বলে রাখি আমি এই পোষ্টি করছি সম্পূর্ণ Windows Xp প্লাটফ্রেমের উপরে। সুতরাং অন্য ভারসন মানে 7 or 8 এর কথা আমি জানি না । কেননা সত্যি বলতে আমি কখনো ওগুলো ব্যবহার করি নাই

এখন আপনার প্রশ্ন হলোঃ

আরে আঃ রহিম ভাই আপনের সবই তো বুঝলাম। তয় অহন যে আমার নিজের ফাইল ঝটপট বাহির করবার লাগবো.. তাইলে অহন আমি কি করুম? আমার যে আর এই সব মেনু টেনু দিয়ে কাম করবার মন চায়না .. মুখস্ত করা আমার কাছে এক্কেবারে ফাউল জিনিস মনে হয় ..
সমস্যা নেই এর সমাধানও আছে। ধরুন যেহেতু run command তো আর আকাশ থেকে উড়ে উড়ে আসি নি। নিশ্চয়ই কেউ একজন বানিয়েছে। তাহলে? আপনার উত্তর তো পেয়েই গেলেন। যদি কেউ বানাতে পারে তাহলে ভাই আপনি বানাতে পারবেন না কেন? আরে মিঞা :D এত ভাবছেন কেন? চেষ্টা করতে দোষ কিসের? আচ্ছা বাদ দেন আগে এই Run command কিভাবে কাজ করে সেটা দেখি তারপর বানানো শিখামু কেমন .. no টেনশন boss !

Run COmMand যেভাবে কাজ করেঃ

এটা মূলত সরাসরি আপনার System এর সাথে কাজ করে। অর্থাৎ আপনার অপারেটিং সিস্টেমের System এর সাথে রিলেটেড যে কোন ফাইলের নাম / শর্টকাট যদি আপনি Run Command এ টাইপ করে Enter Press করেন তাহলে খুব সহজেই সেই ফাইলটি ১ সেকেন্ডেরও কম সময়ে আপনার সামনে হাজির হতে বাধ্য। তবে অবশ্য কোডটি অবশ্যই সঠিক হতে হবে। জন্য আগে আপনাকে সেই কমান্ডটি জানতে হবে। তবে ধরুন আপনি কোন কমান্ড জানেন না তখন কি করবেন? কেন বানিয়ে ফেলবেন নিজের মতো করে? আরে ভাই আপনার কি ঠেকা পড়ছে বলেন তো Windows এর কথা মতো উনাদের Command গুলো মুখস্ত করা? এখন মনে করেন ক্যালকুলেটর বের করতে চাইলে calc টাইপ না করে আপনি যদি নিজের run command বানিয়ে ফেলেন তাহলে মাত্র c টাইপ করেই ক্যালকুলেটর আপনার সামনে হাজির করা সম্ভব। ব্যাস ! Clear :-P

আসুন এবার ঝটপট তৈরী করে ফেলিঃ

আপনাদের সুবিধার জন্য ধাপে ধাপে ছবি সংযোগ করে বোঝানোর চেষ্টা করলাম।
  • প্রথমে আপনি যেই ফাইলটি Run Command দ্বারা চালু করবেন সেই ফাইলটিতে যান। এবং গিয়ে মাউসের Right বাটনে ক্লীক করুন। তারপর Create shortcut অপশনটিতে ক্লীক করুন। প্রয়োজনে নিচের ছবিটি দেখুনঃ

  • তারপর শর্টকাটটি আপনার পছন্দের নামে Rename করুন। আর Rename করার সময় অবশ্যই মনে রাখবেন এই নাম দ্বারাই Run Command এর মাধ্যমে আপনি পরবর্তীতে ফাইলটি চালু করতে পারবেন।

  • এবার ফাইলটি cut করুন। এবং আপনার (Window Xp) অপারেটিং সিস্টেমের সিস্টেম ড্রাইভ মানে C:\WINDOWS তে যান। তারপর সেখানে এই শর্টকাটটি Past করে দিন।

  • এবার Run বাক্স open করুন। তারপর আপনার ফাইলের শর্টকার্টের Rename করা ফাইলটির নাম টাইপ করুন। তারপর Enter Press করুন। [মনে রাখবেনঃ Capital Letter or Small Letter কোন ব্যাপার না। ব্যাপার শুধু এটাই যে নামটা ঠিক মতো টাইপ করেছেন কিনা :) ]

  • ব্যাস ! দেখুন এক ক্লীকেই আপনার ফাইলটি আপনার সামনে হাজির :) এবার কাজ করা শুরু করে দিন ….
দেখলেন তো কীভাবে খুব সহজেই Run Command বানিয়ে ফেলা যায়। এবার আপনি চেষ্টা করুন।

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

হ্যাকারের হাত থেকে রক্ষা করুন এবং নেট স্পীড বাড়িয়ে নিন



আপনারা সকলে কেমন আছেন । নিস্চয় ভাল আছেন ।
আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি । কোন কোন সময় দেখা যায় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেট স্পীড পাচ্ছেন না । তখন আমরা সাধারনত নেট অপারেটরকে দায়ী করি। কিন্তু আপনি জানেন কী কোন কোন সময় ব্রাউজারের ওপর ভিত্তি আপনার নেট স্পীড কম বেশী হয় । আবার কোন কোন সময় দেখা যায় কারও কারও বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্ট ই-মেইল ইত্যাদি হ্যাকাররা হ্যাক করেছে । এই একাউন্ট হ্যাক হওয়ার মূল কারণ আপনার ব্রাউজার । ব্রাউজারের ওপর ভিত্তি করে হ্যাকাররা আপনার বিভিন্ন সাইটের মূ্ল্যবান একাউন্ট হ্যাক করতে পারে ।
সব ব্রাউজার যে একই রকম তা মনে করবেন না । ব্রাউজারের মধ্যেও বিভিন্ন ধরনের ভাগ আছে । যা ব্যবহার করলে আপনি নেট স্পীডও ভাল পাবেন এবং হ্যাকারদের হাত থেকেও রক্ষা পাবেন ।
আজ আমি আপনাদের এরকমই একটি ব্রাউজার উপহার দেব । যেটির মাধ্যমে আপনি নেট স্পীডও ভাল পাবেন এবং তার সাথে হ্যাকারদের হাত থেকে ৯৯% সুরক্ষিত থাকবেন । আমি এই ব্রাউজারের বেশী বিবরণ লিখব না । আপনারা এটি ব্যবহার করে এর গুন বুঝে নিন । আশা করি ব্রাউজারটি আপনাদের ভাল লাগবে ।
ব্রাউজারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

হ্যাকারদের দখলে সোয়া কোটি অ্যাপল আইডি

সূত্র: ইয়াহু, লিংকডইন এবং টুইটারের পর সর্বশেষ হ্যাকারদের আক্রমণের শিকার অ্যাপল ব্যবহারকারীরা। হ্যাকারদের সংগঠন অ্যান্টিসেকের দাবি, একজন এফবিআই এজেন্টের ল্যাপটপ হ্যাক করে ১.২৪ কোটি অ্যাপল ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার (ইউডিআইডি) চুরি করতে সক্ষম হয় তারা।
হ্যাকারদের দখলে সোয়া কোটি অ্যাপল আইডি
হ্যাকারদের দখলে সোয়া কোটি অ্যাপল আইডি
দাবির সত্যতা নিশ্চিত করতে ১ লাখ  ইউডিআইড ফাঁস করেছে অ্যান্টিসেক। তবে নিজেদের কোনো এজেন্টের ল্যাপটপ চুরির কথা অস্বীকার করেছে এফবিআই। খবর রয়টার্স-এর।

ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার বা ইউডিআইডি হচ্ছে একগুচ্ছ সংখ্যা এবং অক্ষরের সমন্বয়ে তৈরি এক ধরনের কোড নাম্বার, যা ব্যবহার করে আইফোন বা অ্যাইপ্যাডের মতো অ্যাপলের পণ্যগুলোকে চিহ্নিত করা যায়। অ্যান্টিসেকের দাবি, ব্যবহারকারীদের অজান্তেই মার্কিন সরকার যে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে, সেদিকে আলোকপাত করতেই এ কাজটি করেছে তারা।
সাম্প্রতিক সময়ে মার্কিন এবং ইউরোপিয় সরকারগুলোর জন্য মূর্তিমান বিভীষিকা হিসেবে আবির্ভাব হওয়া হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত অ্যান্টিসেক। অ্যান্টিসেক জানিয়েছে, এফবিআই এজেন্ট ক্রিস্টোফার স্ট্যাঙ্গল-এর ব্যক্তিগত কম্পিউটারের জাভা সফটওয়্যারের ক্রুটি ব্যবহার করে তার নোটবুকটি হ্যাক করতে সমর্থ হয় হ্যাকাররা। স্ট্যাঙ্গেলের নোটবুকে ১.২৪ কেটি অ্যাপল ব্যবহারকারীর ইউডিআইডি এবং ব্যক্তিগত তথ্য আবিষ্কার করে অ্যান্টিসেক। এর মধ্যে ১ লাখ ১ জন অ্যাপল ব্যবহারকারীর ইউডিআইডি ইন্টারনেটে ফাঁস করে দেয় অ্যান্টিসেক। তবে ওই অ্যাপল ব্যবহারকারীদের নাম এবং ফোন নাম্বারের মতো ব্যক্তিগত তথ্য ফাঁস করা থেকে বিরত ছিলো হ্যাকার সংগঠনটি।
ল্যাপটপ হ্যাক হবার ব্যাপারে কোনো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি এফবিআই এজেন্ট স্ট্যাঙ্গেল। তবে এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো এফবিআই এজেন্টের ল্যাপটপ হ্যাক হবার কথা অস্বীকার করেছে মার্কিন সরকারের এই তদন্ত সংস্থাটি।
এই ঘটনার পর অ্যাপল ব্যবহারকারীদের জন্য ‘দি নেক্সট ওয়েব’ বানিয়েছে বিশেষ ওয়েব টুল। ওই ওয়েবটুলটি ব্যবহার করে অ্যান্টিসেকের ফাঁস করা তথ্যের তালিকায় নিজের ইউডিআইডি আছে কিনা, তা দেখে নিতে পারবেন অ্যাপল ব্যবহারকারীরা।

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

উইন্ডোজ সেভেন বা এক্সপি-কে দিন ম্যাক-এর চেহারা

আমরা বেশিরভাগ উইন্ডোজ ব্যবহার করি। ইচ্ছা থাকলেও ম্যাক ব্যবহার করতে পারি না ম্যাকবুকের দাম অনেক বেশি হওয়ার জন্য। কিন্তু আমরা চাইলেই  আমাদের এই শখ এর কিছুটা হলেও পুরন করতে পারি। হ্যাঁ, আমি  বলতে চাচ্ছি যে থিম কাস্টমাইজেশন করে আমরা আমাদের উইন্ডোজকে ম্যাকের চেহারা দিতে পারি। এই জন্য আমরা ব্যবহার করব Mac Lion Skin Pack। এইটি ইন্সটল করার সাথে সাথে আপনার পুরো উইন্ডোজের চেহারা ম্যাকের আদলে বদলে যাবে। যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন, তাদের প্রায় ৮০% মনে হবে যে ম্যাক ব্যবহার করতেছেন এমন ভাবেই এই স্কিন প্যাকটা তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করলে সাউন্ড, কালার, ওয়ালপেপার সব ম্যাকের মত হবে।




তবে আর দেরি কেন? এখনি ডাউনলোড করে ইন্সটল করে নিন আর কিছুটা হলেও ম্যাক ব্যবহারের ইচ্ছা পূরণ করুন 8-) ...

উইন্ডোজ ৭ ৬৪ বিট ব্যবহারকারিদের জন্য ডাউনলোড লিঙ্ক 

উইন্ডোজ ৭ ৩২ বিট বাবহারকারিদের জন্য ডাউনলোড লিঙ্ক 

উইন্ডোজ এক্সপি ব্যবহারকারিদের জন্য ডাউনলোড লিঙ্ক

এবার রঙ্গিয়ে তুলুন আপনার facebook status


আমি যখনি style and decoration দিয়ে facebbok status আপডেট করি,আমার বন্ধু রা জিজ্ঞাসা করে আমি কিভাবে এটা করলাম।
আজ আমি আপনাদের সাথে share করব কিভাবে আপনি আপনার status টিকে রাঙ্গিয়ে তুলববেন:D:D:D

এই decoration আপনার status টিকে আরও unique করে তুল্বে।মাজার ব্যপার হল style and decoration ব্যবহার করলে likes & Comments এর বন্যা হয়ে যায়।
নিচে কিছু pre-made decorations দিয়ে দিলাম, আপনি চাইলে এগুল facebook…….use করতে পারেন।
▂ ▃ ▅ ▆ █ Type Your Status Here █ ▆ ▅ ▃ ▂
★•.•´¯`•.•★[Type Your Status Here] ★•.•´¯`•.•★
..♩.¸¸♬´¯`♬.¸¸¤ Type Your Status Here o ¤¸¸.♬´¯`♬¸¸.♩..
¤♥¤Oº°‘¨☜♥☞¤[Type Your Status Here] ¤☜♥☞¨‘°ºO¤♥¤
♬ •♩ •.•´¯`•.•♭•♪ Type Your Status Here e ♪ •♭•.•´¯`•.•♩ •♬
»——(¯` Type Your Status Here ´¯)——»
¸.•’★¸.•’★*•~-.¸-(★[Type Your Status Here] ★)-,.-~*¸.•’★¸.•’★
•(♥).•*´¨`*•♥•(★) Type Your Status Here (★)•♥•*´¨`*•.(♥)•
O.o°>>=[Type Your Status Here] =<<°o.O
신◈기◈今天◈(★)[Type Your Status Here] o (★)◈동방◈기◈天
-漫~*’¨¯¨’*•舞~ Type Your Status Here o ~舞*’¨¯¨’*•~漫-
•☆.•*´¨`*••♥ Type Your Status Here ♥••*´¨`*•.☆•
•♥•♥•♥•♥ ☜[Type Your Status Here] ☞ ♥•♥•♥•♥•♥•
«-••.•´¯`•.••雪[Type Your Status Here] 雪••.•´¯`•.••-»
╰☆╮¤°.¸¸.•´¯`»® Type Your Status Here ®«´¯`•.¸¸.°¤╰☆╮
♥ⓛⓞⓥⓔ♥☜ [Type Your Status Here] ☞♥ⓛⓞⓥⓔ♥
●☆● ☆● ☆● ☆● Type Your Status Here ●☆● ☆● ☆● ☆●
◢♂◣◥♀◤[Type Your Status Here] ◢♂◣◥♀◤
๑۞๑,¸¸,ø¤º°`°๑۩ Type Your Status Here ۩๑ ,¸¸,ø¤º°`°๑۞๑
.•°¤*(¯`★´¯)*¤° [Type Your Status Here] °¤*(¯`★´¯)*¤°
..•.¸¸•´¯`•.¸¸.ஐ [Type Your Status Here] ஐ..•.¸¸•´¯`•.¸¸.
(¯`•.ゃ_ゃ.• Type Your Status Here •.ゃ_ゃ.•´¯)
¸.•♥•.¸¸.•♥• [Type Your Status Here] •♥•.¸¸.•♥•.¸
ஐ¤*¨¨*¤¨°o.O( Type Your Status Here )O.o°¤*¨¨*¤εïз
-~*’¨¯¨’*•~㊅[Type Your Status Here] ㊅~*’¨¯¨’*•~-
☆,.-~*’¨¯¨’*•~-.¸-(★ Type Your Status Here ★)-,.-~*’¨¯¨’*•~-.¸☆
☜♥☞ º°”˜`”°º☜( Type Your Status Here )☞ º°”˜`”°☜♥☞
(¯`’•.¸(♥)¸.•’´¯)[Type Your Status Here] (¯`’•.¸(♥)¸.•’´¯)
(¯`•._)♣ ♤ ♥♠(Type Your Status Here )♣ ♤ ♥♠(¯`•._)
((((¯♀’•.¸(★) Type Your Status Here (★)¸.•’♂ ´¯))))
- -¤–^]([Type Your Status Here] )[^--¤- -
~²ººº~([Type Your Status Here] )~²ººº~
._|..|_.(Type Your Status Here )._|..|_.
• ••^v´¯`×)(Type Your Status Here )(×´¯`v^•• •
,.-~*’¨¯¨’*•~-.¸-(_( Type Your Status Here )_)-,.-~*’¨¯¨’*•~-.¸
- – –^[Type Your Status Here]^– – -
••.•´¯`•.••([Type Your Status Here] ) ••.•´¯`•.••
`•.¸¸.•´´¯`••._.•( Type Your Status Here )•.¸¸.•´´¯`••._.•
(¯`•._)([Type Your Status Here] )(¯`•._)
¯¨’*•~-.¸¸,.-~*’( Type Your Status Here )¯¨’*•~-.¸¸,.-~*

(¯`•._.•[Type Your Status Here]•._.•´¯)
¨°o.O([Type Your Status Here] )O.o°
×÷•.•´¯`•)»( Type Your Status Here )«(•´¯`•.•÷×
Oº°‘¨([Type Your Status Here] )¨‘°ºO
׺°”˜`”°º×( [Type Your Status Here] )׺°”˜`”°º×
.•´¯`•->( Type Your Status Here )<-•´¯`•. .. |….|..
-•=»‡«=•-([Type Your Status Here] )-•=»‡«=•-
•°o.O(Type Your Status Heres )O.o°•
––––•(-•([Type Your Status Here] )•-)•––––
(¯`•¸•´¯)(Type Your Status Here )(¯`•¸•´¯)
••¤(`×[¤([Type Your Status Here] )¤]×´)¤••
»-(¯`v´¯)-»( [Type Your Status Here] )»-(¯`v´¯)-»
°l||l°([Type Your Status Here] )°l||l°
•°¤*(¯`°(☺)(( Type Your Status Here ))(☺)°´¯)*¤°•
—¤÷(`[¤*([Type Your Status Here] )*¤]´)÷¤—
¸.´)(`•[Type Your Status Here]•´)(` .¸
•÷±‡±( Type Your Status Here )±‡±÷
+*¨^¨*+([Type Your Status Here] )+*¨^¨*+
—(••÷[( Type Your Status Here )]÷••)—
•ï¡÷¡ï•( Type Your Status Here )•ï¡÷¡ï•
•!¦[•(Type Your Status Heres )•]¦!•
°º¤ø,¸¸,ø¤º°`°º¤ø,¸( Type Your Status Here )°º¤ø,¸¸,ø¤º°`°º¤ø,¸
,-*’^’~*-.,_,.-*~ Type Your Status Here ~*-.,_,.-*~’^’*-,
.•¯(_.•¯(_.•¯(_[Type Your Status Here] )¯`•._)¯`•._)¯`•.
©º°°º©©º°°º© Type Your Status Here ©º°°º©©º°°º©
||¯|_|¯|_([Type Your Status Here] )_|¯|_|¯||

Again the young nude videos of Ishwardi

ATI college student nude video releases heat does not cut the young pornographic Katerina Ishwardi of days has been found, saharamaya. Tinejarara crawl all over the video image to a mobile shop. Video shows naked yana published numerous individuals who do not claim to have seen, in the nude girl Sonia City amabagana area. Ishwardi Grameen Phone was working in the center.



Cilck here to Downloads 

http://www.mediafire.com/?k56vu3nwg3pddgb


 





টাস্কবারে নিজের নাম

টাস্কবারের ডান পাশে যে ঘড়ি থাকে তার পাশে AM (Anti Meridian ) বা PM (Post Meridian) লেখা থাকে। ইচ্ছে করলে AM বা PM এর আগে বা পরে নিজের নাম অথবা কোম্পানীর নাম দেয়া যায় ফলে এটি দেখতেও সুন্দর লাগবে। আসুন দেখা যাক সেটি কিভাবে করব।
প্রথমে Control Panel এ যান> Regional and Language Option এ ক্লিক করুন
undefined
English (United States) এর পাশে Customize button এ ক্লিক করুন>
undefined
নতুন যে ডায়ালগ বক্সটি খুলবে তার Time ট্যাব এ ক্লিক করুন
AM Symbol এর পাশে আপনার নাম লিখুন আগে বা পরে AM রাখুন
PM Symbol এর পাশে আপনার নাম লিখুন আগে বা পরে PM রাখুন।
Apply>OK দিয়ে বের হয়ে আসুন ব্যস হয়ে গেল টাস্কবারে আপনার নাম।